বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চামটা ১১ পল্লী সর্বজনীন কাত্যায়নি পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
আটক ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। তিনি যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে বলে জানিয়েছে।
পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আমাদের পূজা মণ্ডপে পাহারায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক কার্তিকের মাথা ভেঙে ফেলে। পরে পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের ব্যক্তি মিলে তাকে আটক করে। আমরা বালিয়াকান্দি থানা-পুলিশকে জানালে তারা এসে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের পূজা ভাঙা প্রতিমাতে হয় না। কারণ প্রতিটি প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজ আমাদের মহানবমী। তিথি অনুযায়ী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমাদের মণ্ডপে এখন কীভাবে পূজা করব ভাবছি।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে আটক হুমায়ুন পাগল। মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে আটক করে আমাকে খবর দিলে আমি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছি। সে প্রতিমার মাথা ভেঙে মন্দিরের ভেতর সাদা ধুতি কাপড় মুড়িয়ে বসে ছিল। মন্দির কমিটি লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চামটা ১১ পল্লী সর্বজনীন কাত্যায়নি পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
আটক ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। তিনি যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে বলে জানিয়েছে।
পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আমাদের পূজা মণ্ডপে পাহারায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক কার্তিকের মাথা ভেঙে ফেলে। পরে পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের ব্যক্তি মিলে তাকে আটক করে। আমরা বালিয়াকান্দি থানা-পুলিশকে জানালে তারা এসে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের পূজা ভাঙা প্রতিমাতে হয় না। কারণ প্রতিটি প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজ আমাদের মহানবমী। তিথি অনুযায়ী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমাদের মণ্ডপে এখন কীভাবে পূজা করব ভাবছি।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে আটক হুমায়ুন পাগল। মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে আটক করে আমাকে খবর দিলে আমি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছি। সে প্রতিমার মাথা ভেঙে মন্দিরের ভেতর সাদা ধুতি কাপড় মুড়িয়ে বসে ছিল। মন্দির কমিটি লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সেনাবাহিনী জানিয়েছে, মাদক কারবারি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবন পেপার, ১টি সোনার দুল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সেবন সামগ্রী, ২টি মানিব্যাগ ও ২০টি গ্যাস লাইট জব্দ করা হয়।
১৭ মিনিট আগেস্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দাবি না মানা হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তাঁরা এ কথা জানান।
২৬ মিনিট আগেআজ মঙ্গলবার সকালে মমিন হোসেনের বাড়িতে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছায়। তিনি ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।
৩১ মিনিট আগেপাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে