নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিবাগ রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজসহ কর্মকর্তারা পালিয়ে যান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক।
আজ মঙ্গলবার বিকেলে হলি মাইন্ড মাদক নিরাময়টি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। গতকাল সোমবার এ অভিযান পরিচালিত হয়।
সুব্রত সরকার শুভ জানান, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনহীন একটি মাদক নিরাময়কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। তাদের বারবার এটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা বন্ধ করেনি। পরে গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মতিঝিল সার্কেলের পরিদর্শকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক আব্দুল আজিজ ও অন্য কর্মকর্তারা পলিয়ে যান। পরে প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করে সিলগালা করা হয়।
সুব্রত সরকার আরও জানান, প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত বছর তারা অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা থাকা ও শর্ত মানার কথা তার কোনোটিই তারা পূরণ করতে পারেনি। ফলে হলি মাইন্ডের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ দেওয়ার পরেও তারা নির্দেশ মানেনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ১১ জন রোগী ছিল। তবে অভিযানে সময় কোনো রোগীকে পাওয়া যায়নি।

মালিবাগ রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজসহ কর্মকর্তারা পালিয়ে যান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক।
আজ মঙ্গলবার বিকেলে হলি মাইন্ড মাদক নিরাময়টি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। গতকাল সোমবার এ অভিযান পরিচালিত হয়।
সুব্রত সরকার শুভ জানান, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনহীন একটি মাদক নিরাময়কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। তাদের বারবার এটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা বন্ধ করেনি। পরে গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মতিঝিল সার্কেলের পরিদর্শকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক আব্দুল আজিজ ও অন্য কর্মকর্তারা পলিয়ে যান। পরে প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করে সিলগালা করা হয়।
সুব্রত সরকার আরও জানান, প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত বছর তারা অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা থাকা ও শর্ত মানার কথা তার কোনোটিই তারা পূরণ করতে পারেনি। ফলে হলি মাইন্ডের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ দেওয়ার পরেও তারা নির্দেশ মানেনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ১১ জন রোগী ছিল। তবে অভিযানে সময় কোনো রোগীকে পাওয়া যায়নি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে