রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামের মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, নিহত নুরুল ইসলামের বড় ভাই আহম্মদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে বাড়ির উঠোনে যান। এ সময় ঘরে থাকা সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়। ঘরের বেড়ার টিন উড়ে যায়। নুরুল ইসলামের মাথায় কোনো একটি ধাতব বস্তুর আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভৈরবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আহম্মদ আলী বলেন, ‘বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এক কোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে ক্যামিকেলও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।’
চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার বলেন, ‘এ ঘটনার পর নিহতের স্ত্রী ও ভাই আমার কাছে এসেছিল। এটা একটি নিছক দুর্ঘটনা। তাঁরা আমাকে অবগত করেছে।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘নিহতের ঘটনার কথা শুনেছি, এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের সদস্যের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নরসিংদীর রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামের মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, নিহত নুরুল ইসলামের বড় ভাই আহম্মদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে বাড়ির উঠোনে যান। এ সময় ঘরে থাকা সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়। ঘরের বেড়ার টিন উড়ে যায়। নুরুল ইসলামের মাথায় কোনো একটি ধাতব বস্তুর আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভৈরবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আহম্মদ আলী বলেন, ‘বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এক কোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে ক্যামিকেলও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।’
চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার বলেন, ‘এ ঘটনার পর নিহতের স্ত্রী ও ভাই আমার কাছে এসেছিল। এটা একটি নিছক দুর্ঘটনা। তাঁরা আমাকে অবগত করেছে।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘নিহতের ঘটনার কথা শুনেছি, এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের সদস্যের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে