নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরান ঢাকায় জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. স্বপন হাওলাদার, মো. মাসুদ হাওলাদার, মো. রাকিব সরদার, মো. রিপন মৃধা, মো. আকাশ, মো. রুবেল সরদার, রাজন মিয়া, মো. ফারুক খান, হেলাল বেপারী, মো. রেজাউল, মো. রনি কাজী, টিপু হাওলাদার, মো. সোহেল, মো. মামুন সিকদার ও মো. রাজিব হোসেন।
আসাদুজ্জামান বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর রাত ১টায় অটোচালক সুন্দর আলী আব্দুল্লাপুর স্ট্যান্ড থেকে তাঁর পরিচিত যাত্রী হাফেজ মো. নুরুল ইসলামকে নিয়ে চরগুলগুলিয়া এলাকায় যাচ্ছিলেন।
তাদের রিকশাটি বাহাদুর ভিটার সামনে পৌঁছলে দেখতে পান যে, রাস্তার ওপর গাছ কেটে বেরিকেড দিয়ে রেখেছে একদল ডাকাত। ডাকাত দলটি সুন্দর আলীসহ তার গাড়িতে থাকা নুরুল ইসলামকে গলায় রামদা ধরে রাস্তার ওপর হতে রাস্তার নিচে নিয়ে হাত-পা বেঁধে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে তারা সুন্দর আলীর সঙ্গে থাকা নগদ টাকা, একটি স্যামস্যাং মোবাইল ফোন ও হাফেজ নুরুল ইসলামের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর ডাকাত দল তাদেরকে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় বিলের মধ্যে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, ‘সুন্দর আলী ও হাফেজ নুরুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এরপর যাত্রী হাফেজ মো. নুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নিয়ে এসে উক্ত ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেন।’
তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলকে কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজার, জিনজিরা এবং মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, লালবাগসহ ডিএমপির বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, আকাশে মেঘ দেখলেই সংঘবদ্ধ এই ডাকাতদল রাতের বেলা তাদের ২ টি অটোরিকশায় করে কেরানীগঞ্জ ঢাকার আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য চলে যায়। রাতের বেলা নির্জন জায়গা যেখানে অন্ধকার, ফাকা রাস্তার পার্শ্বে জঙ্গল আছে এমন জায়গায় গাছ কেটে রাস্তা ব্লক করে মোটরসাইকেল আরোহী, অটোরিক্সা চালক, পিকআপ চালক, যাত্রী ও পথচারী দের সর্বস্ব লুটে নেয়।
গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরান ঢাকায় জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. স্বপন হাওলাদার, মো. মাসুদ হাওলাদার, মো. রাকিব সরদার, মো. রিপন মৃধা, মো. আকাশ, মো. রুবেল সরদার, রাজন মিয়া, মো. ফারুক খান, হেলাল বেপারী, মো. রেজাউল, মো. রনি কাজী, টিপু হাওলাদার, মো. সোহেল, মো. মামুন সিকদার ও মো. রাজিব হোসেন।
আসাদুজ্জামান বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর রাত ১টায় অটোচালক সুন্দর আলী আব্দুল্লাপুর স্ট্যান্ড থেকে তাঁর পরিচিত যাত্রী হাফেজ মো. নুরুল ইসলামকে নিয়ে চরগুলগুলিয়া এলাকায় যাচ্ছিলেন।
তাদের রিকশাটি বাহাদুর ভিটার সামনে পৌঁছলে দেখতে পান যে, রাস্তার ওপর গাছ কেটে বেরিকেড দিয়ে রেখেছে একদল ডাকাত। ডাকাত দলটি সুন্দর আলীসহ তার গাড়িতে থাকা নুরুল ইসলামকে গলায় রামদা ধরে রাস্তার ওপর হতে রাস্তার নিচে নিয়ে হাত-পা বেঁধে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে তারা সুন্দর আলীর সঙ্গে থাকা নগদ টাকা, একটি স্যামস্যাং মোবাইল ফোন ও হাফেজ নুরুল ইসলামের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর ডাকাত দল তাদেরকে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় বিলের মধ্যে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, ‘সুন্দর আলী ও হাফেজ নুরুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এরপর যাত্রী হাফেজ মো. নুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নিয়ে এসে উক্ত ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেন।’
তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলকে কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজার, জিনজিরা এবং মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, লালবাগসহ ডিএমপির বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, আকাশে মেঘ দেখলেই সংঘবদ্ধ এই ডাকাতদল রাতের বেলা তাদের ২ টি অটোরিকশায় করে কেরানীগঞ্জ ঢাকার আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য চলে যায়। রাতের বেলা নির্জন জায়গা যেখানে অন্ধকার, ফাকা রাস্তার পার্শ্বে জঙ্গল আছে এমন জায়গায় গাছ কেটে রাস্তা ব্লক করে মোটরসাইকেল আরোহী, অটোরিক্সা চালক, পিকআপ চালক, যাত্রী ও পথচারী দের সর্বস্ব লুটে নেয়।
গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে