আজকের পত্রিকা ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের এক কর্মকর্তার বিরুদ্ধে অফিসের গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কক্ষের সামনে হট্টগোল করছেন চালকের সহকর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা জড়ো হতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মিটিং শেষে সচিব ও অতিরিক্ত সচিব এসে তাঁদের বিচারের আশ্বাস দিলে সেখান থেকে সবাই চলে যান।
এর আগে মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে অফিসটির গাড়িচালক রবিন ইসলাম মদুদ লিখিত অভিযোগ করেন।
সচিবের কাছে জমা দেওয়া অভিযোগে রবিন ইসলাম মদুদ উল্লেখ করেন, মঙ্গলবার আনুমানিক ৩টা ৩৫ মিনিটে তাঁকে অফিস সহায়ক উশা আফরিনকে দিয়ে অফিসে ডেকে নেন হুমায়ুন কবির। সেখানে ওই সময় দুজন কর্মকর্তা ও একজন কর্মচারী উপস্থিত ছিলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গাড়িচালকের কাছে গাড়ির চাবি ও গাড়ি চাইলে তিনি লিখিত আকারে বুঝে নিতে বলেন।
একপর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গাড়িচালক মদুদের দিকে তেড়ে আসেন। সেখানে উপস্থিত খুলনা সদর থানার নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস ইশারা করে তাঁকে চাবি দিয়ে দিতে বললে তিনি নির্বাচন কর্মকর্তা হুমায়ুনের কাছে চাবি দিয়ে দেন। এরপরও হুমায়ুন চাবি নিয়ে উত্তেজিত হয়ে আমার মুখের উভয় পাশে এলোপাতাড়ি চর ও ঘুসি মারেন। পায়ের স্যান্ডেল দিয়ে মাথায় বাড়ি মারেন। মনোরঞ্জন বিশ্বাস তাঁর হাত ধরে ঠেকানোর চেষ্টা করলে তাঁর ওপরেও চড়াও হন এবং তাঁকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে দরজা খুলে বের হতে গেলে পেছন থেকে তাঁকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় আঘাত পেয়ে গাড়িচালক মদুদের দাঁত ভেঙে যায়। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করেন, চিকিৎসারত অবস্থায় তাঁকে ফোন কল দিয়ে অফিসে ডেকে নিয়ে বদলির চিঠি ও অবমুক্তের আদেশ হাতে দিয়ে দেন।

নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের এক কর্মকর্তার বিরুদ্ধে অফিসের গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কক্ষের সামনে হট্টগোল করছেন চালকের সহকর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা জড়ো হতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মিটিং শেষে সচিব ও অতিরিক্ত সচিব এসে তাঁদের বিচারের আশ্বাস দিলে সেখান থেকে সবাই চলে যান।
এর আগে মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে অফিসটির গাড়িচালক রবিন ইসলাম মদুদ লিখিত অভিযোগ করেন।
সচিবের কাছে জমা দেওয়া অভিযোগে রবিন ইসলাম মদুদ উল্লেখ করেন, মঙ্গলবার আনুমানিক ৩টা ৩৫ মিনিটে তাঁকে অফিস সহায়ক উশা আফরিনকে দিয়ে অফিসে ডেকে নেন হুমায়ুন কবির। সেখানে ওই সময় দুজন কর্মকর্তা ও একজন কর্মচারী উপস্থিত ছিলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গাড়িচালকের কাছে গাড়ির চাবি ও গাড়ি চাইলে তিনি লিখিত আকারে বুঝে নিতে বলেন।
একপর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গাড়িচালক মদুদের দিকে তেড়ে আসেন। সেখানে উপস্থিত খুলনা সদর থানার নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস ইশারা করে তাঁকে চাবি দিয়ে দিতে বললে তিনি নির্বাচন কর্মকর্তা হুমায়ুনের কাছে চাবি দিয়ে দেন। এরপরও হুমায়ুন চাবি নিয়ে উত্তেজিত হয়ে আমার মুখের উভয় পাশে এলোপাতাড়ি চর ও ঘুসি মারেন। পায়ের স্যান্ডেল দিয়ে মাথায় বাড়ি মারেন। মনোরঞ্জন বিশ্বাস তাঁর হাত ধরে ঠেকানোর চেষ্টা করলে তাঁর ওপরেও চড়াও হন এবং তাঁকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে দরজা খুলে বের হতে গেলে পেছন থেকে তাঁকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় আঘাত পেয়ে গাড়িচালক মদুদের দাঁত ভেঙে যায়। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করেন, চিকিৎসারত অবস্থায় তাঁকে ফোন কল দিয়ে অফিসে ডেকে নিয়ে বদলির চিঠি ও অবমুক্তের আদেশ হাতে দিয়ে দেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩৩ মিনিট আগে