
রাজধানীর হাতিরঝিল এলাকায় কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ এস এম আলাউদ্দিন ভূঁইয়ার বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লাখ টাকা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. উজ্জ্বল (৩১)। তিনি ভুক্তভোগীর বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতিরঝিল থানা সূত্র জানায়, পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থিত আলাউদ্দিন ভূঁইয়ার বাসা থেকে নগদ ১ কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) ও ৭ হাজার মার্কিন ডলার চুরি হয়। এ ঘটনায় কেয়ারটেকার মো. উজ্জ্বল, তাঁর স্ত্রী মোছা. নাসরিন ও উজ্জ্বলের মা লুৎফার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ৩ মে সকালে আলাউদ্দিন ভূঁইয়া কক্সবাজারে তাঁর হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগের দিন তিনি কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রামের বাড়ি যাওয়ার অনুমতি দেন। ৬ মে তিনি ঢাকা ফিরে আসেন এবং ৮ মে রাতে তাঁর মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন, ভেতরে রাখা টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ২ মে সন্ধ্যায় উজ্জ্বল কৌশলে ক্যামেরার মুখ ঘুরিয়ে দেন এবং ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করেন। পরদিন দুপুর ১২টার দিকে একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা ত্যাগ করেন তিনি।
জানা যায়, উজ্জ্বল আগে আলাউদ্দিন ভূঁইয়ার কক্সবাজারের হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতেন এবং ২০১৯ সাল থেকে ঢাকার বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বাসার যাবতীয় কাজের পাশাপাশি লকারের পাসওয়ার্ডও তাঁর জানা ছিল।
তদন্তে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উজ্জ্বলের অবস্থান শনাক্ত করে পুলিশ। গাজীপুরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে বাসার আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করা টাকার একটি অংশ দিয়ে সে একটি ফ্রিজ ও আলমারি কিনেছে, যা পুলিশ জব্দ করেছে। পরবর্তী অভিযানে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের শিমুলতলী বাজার এলাকায় ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে আরও ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর উজ্জ্বল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং চুরির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তার ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে