কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানচলাচল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঈদকে কেন্দ্র করে এখনো যানজটের সৃষ্টি হয়নি এ মহাসড়কে। আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে কোথাও যানবাহনের জট দেখা যায়নি। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
জানা গেছে, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ২ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ শ্রমিক। এদের মধ্যে প্রায় সবাই ঈদের ছুটিতে বাড়ি যাবেন। গাজীপুর এবং সাভার এলাকায় অবস্থিত পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহনের চাপ তখন কয়েকগুণ বাড়তে পারে। ওই সময়ে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা।
সরেজমিনে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় যাত্রীদের চাপ দেখা যায়। তবে মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানচলাচল। পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, পরিবহনগুলোতে নেওয়া হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া।
গার্মেন্টস কর্মী সোহেল রানা বলেন, ‘গার্মেন্টস ছুটি হয়েছে তাই আজ স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছি। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তবে খুশি লাগছে অন্য সময়ের তুলনায় রাস্তায় যানজটের পরিমাণ খুবই কম।’
সুরুজ মিয়া নামে আরেক শ্রমিক বলেন, ‘সবার সঙ্গে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। রংপুরের ভাড়া লোকাল বাসে ১০০০ টাকা চাচ্ছে। আর ছাদে ৪০০ থেকে ৫০০ টাকা। যার থেকে যেমন নিতে পারে।’
এস আর পরিবহনের চালক শফিক হোসেন বলেন, ‘যাত্রীর চাপ অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি। ধারণা করছি, ঈদ যত ঘনিয়ে আসবে যাত্রী তত বৃদ্ধি পাবে।’
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় যেন ভোগান্তি না হয় সে জন্য অতিরিক্ত ২০০ জন অফিসার চন্দ্রা মোড়ে কাজ করবেন।’

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানচলাচল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঈদকে কেন্দ্র করে এখনো যানজটের সৃষ্টি হয়নি এ মহাসড়কে। আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে কোথাও যানবাহনের জট দেখা যায়নি। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
জানা গেছে, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ২ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ শ্রমিক। এদের মধ্যে প্রায় সবাই ঈদের ছুটিতে বাড়ি যাবেন। গাজীপুর এবং সাভার এলাকায় অবস্থিত পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহনের চাপ তখন কয়েকগুণ বাড়তে পারে। ওই সময়ে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা।
সরেজমিনে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় যাত্রীদের চাপ দেখা যায়। তবে মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানচলাচল। পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, পরিবহনগুলোতে নেওয়া হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া।
গার্মেন্টস কর্মী সোহেল রানা বলেন, ‘গার্মেন্টস ছুটি হয়েছে তাই আজ স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছি। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তবে খুশি লাগছে অন্য সময়ের তুলনায় রাস্তায় যানজটের পরিমাণ খুবই কম।’
সুরুজ মিয়া নামে আরেক শ্রমিক বলেন, ‘সবার সঙ্গে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। রংপুরের ভাড়া লোকাল বাসে ১০০০ টাকা চাচ্ছে। আর ছাদে ৪০০ থেকে ৫০০ টাকা। যার থেকে যেমন নিতে পারে।’
এস আর পরিবহনের চালক শফিক হোসেন বলেন, ‘যাত্রীর চাপ অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি। ধারণা করছি, ঈদ যত ঘনিয়ে আসবে যাত্রী তত বৃদ্ধি পাবে।’
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় যেন ভোগান্তি না হয় সে জন্য অতিরিক্ত ২০০ জন অফিসার চন্দ্রা মোড়ে কাজ করবেন।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে