রাতুল মণ্ডল, শ্রীপুর

চাঁদের প্রতি মানুষের অসীম কৌতূহল। পৃথিবীর এই একমাত্র উপগ্রহটি নিয়ে মানুষের জিজ্ঞাসার অন্ত নেই। কোনো কোনো প্রতিষ্ঠান মানুষের এ কৌতূহল মেটানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে।
গাজীপুরের শ্রীপুরে বেনুভিটা মানমন্দিরের আয়োজনে হয়ে গেল চন্দ্রোৎসব। জ্ঞান-পিপাসা জিজ্ঞাসা এবং বৈজ্ঞানিক খোঁজ খবর জানাতে আয়োজন করা হয়েছিল এ উৎসবের। দুদিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ হলো গান–কবিতাসহ নানান আনুষ্ঠানিকতায়।
জ্যোৎস্না রাতে জলতরঙ্গ শিল্পী ইসরাত জাহান মৌয়ের ‘মিলন হবে কত দিনে’ গানের সুর আগতদের দারুণ আনন্দ দিয়েছে। শিল্পীরা পুথি পাঠ ও বাউল সংগীতে মাতিয়ে রাখেন রাতভর। পায়েস, শীতের পিঠাসহ ছিল বিভিন্ন খাবারের আয়োজন। এর আগে চন্দ্র উদয়লগ্নে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চাঁদের গানের মধ্য দিয়ে শুরু হয়েছিল দুদিনব্যাপী এ চন্দ্রোৎসব।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দু বাড়ি গ্রামের বেনুভিটা মানমন্দির প্রসঙ্গে চন্দ্রোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উৎসব কমিটির প্রধান সমন্বয়ক শাহজাহান মৃধা বেনু।

চন্দ্রোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয় আজ বুধবার সকালে। অনুষ্ঠান মালায় ছিল যন্ত্রসংগীত, পুথি পাঠ, চন্দ্র বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী, সংগীত, মিউজিক থেরাপি, জঙ্গল সাফারি, আগুন জলসা। বুধবার সকালে খেজুরের রস ও খেজুর গুড়ের পায়েস দিয়ে নাশতা শেষ করার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়েছে। এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল তাঁবুতে বসে জোছনা উপভোগ।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক শাহজাহান মৃধা বেনু বলেন, ‘চাঁদকে কেন্দ্র করে এমন উৎসব পৃথিবী প্রায় সব জনগোষ্ঠীতে পালিত হয় বিভিন্ন ভাবে। আমাদেরও বহুরকমের চর্চা আছে চাঁদ নিয়ে। পৃথিবীর এ উপগ্রহটি নিয়ে বহুরকমের কৌতূহল আছে পৃথিবীবাসীর।’

অনুষ্ঠানে বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিল্পী, সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন মানুষ অংশ নেন।

চাঁদের প্রতি মানুষের অসীম কৌতূহল। পৃথিবীর এই একমাত্র উপগ্রহটি নিয়ে মানুষের জিজ্ঞাসার অন্ত নেই। কোনো কোনো প্রতিষ্ঠান মানুষের এ কৌতূহল মেটানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে।
গাজীপুরের শ্রীপুরে বেনুভিটা মানমন্দিরের আয়োজনে হয়ে গেল চন্দ্রোৎসব। জ্ঞান-পিপাসা জিজ্ঞাসা এবং বৈজ্ঞানিক খোঁজ খবর জানাতে আয়োজন করা হয়েছিল এ উৎসবের। দুদিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ হলো গান–কবিতাসহ নানান আনুষ্ঠানিকতায়।
জ্যোৎস্না রাতে জলতরঙ্গ শিল্পী ইসরাত জাহান মৌয়ের ‘মিলন হবে কত দিনে’ গানের সুর আগতদের দারুণ আনন্দ দিয়েছে। শিল্পীরা পুথি পাঠ ও বাউল সংগীতে মাতিয়ে রাখেন রাতভর। পায়েস, শীতের পিঠাসহ ছিল বিভিন্ন খাবারের আয়োজন। এর আগে চন্দ্র উদয়লগ্নে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চাঁদের গানের মধ্য দিয়ে শুরু হয়েছিল দুদিনব্যাপী এ চন্দ্রোৎসব।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দু বাড়ি গ্রামের বেনুভিটা মানমন্দির প্রসঙ্গে চন্দ্রোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উৎসব কমিটির প্রধান সমন্বয়ক শাহজাহান মৃধা বেনু।

চন্দ্রোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয় আজ বুধবার সকালে। অনুষ্ঠান মালায় ছিল যন্ত্রসংগীত, পুথি পাঠ, চন্দ্র বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী, সংগীত, মিউজিক থেরাপি, জঙ্গল সাফারি, আগুন জলসা। বুধবার সকালে খেজুরের রস ও খেজুর গুড়ের পায়েস দিয়ে নাশতা শেষ করার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়েছে। এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল তাঁবুতে বসে জোছনা উপভোগ।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক শাহজাহান মৃধা বেনু বলেন, ‘চাঁদকে কেন্দ্র করে এমন উৎসব পৃথিবী প্রায় সব জনগোষ্ঠীতে পালিত হয় বিভিন্ন ভাবে। আমাদেরও বহুরকমের চর্চা আছে চাঁদ নিয়ে। পৃথিবীর এ উপগ্রহটি নিয়ে বহুরকমের কৌতূহল আছে পৃথিবীবাসীর।’

অনুষ্ঠানে বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিল্পী, সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন মানুষ অংশ নেন।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৪ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে