
গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার সন্দেহে স্বামী শরিফ উদ্দিন (৪৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে থানায় হাজির হয়েছেন স্ত্রী। এদিকে গুরুতর আহত যুবক শরিফ উদ্দিন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহর বাড়িতে।
আজ মঙ্গলবার ভোরে পুলিশ শরিফ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান খান।
আহত শরিফ কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী হনুফা শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে। পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা।
জানা যায়, শরিফকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন স্ত্রী হনুফা (৩৫)। ৫ মাস আগে প্রেম করে তাদের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে।
বাড়ির মালিক আমান উল্লাহ বলেন, ‘১ মে শরিফ দম্পতি আমার বাড়ির টিনশেড ঘরে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। গতকাল রাতে হনুফা ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে ঘরের বাহির থেকে তালা বন্ধ করে চলে যান। পরে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ এসে আমাদের ডেকে ঘরের দরজা ভেঙে শরিফকে উদ্ধার করে।’
আহত শরিফের স্ত্রী হনুফা বলেন, প্রথম স্বামীর সংসারে দুটি ছেলে রয়েছে তাঁর। ৫ মাস আগে প্রেম করে শরিফকে বিয়ে করেন তিনি। পরে স্বামী শরিফকে সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। শরিফ এখন অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে তিনি জেনেছেন। এ নিয়ে তাদের সংসারে কয়েক দিন যাবৎ কলহ চলে আসছে। গত সোমবার রাত ৯টার দিকে শরিফ বাসায় এলে হনুফা তাঁকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেতে দেন। দুধ খেয়ে শরিফ ঘুমিয়ে পড়েন। স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করছে, তাই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
শ্রীপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেব চক্রবর্তী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ গুরুতর আহত ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসে। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই নারী পুলিশি হেফাজতে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার সন্দেহে স্বামী শরিফ উদ্দিন (৪৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে থানায় হাজির হয়েছেন স্ত্রী। এদিকে গুরুতর আহত যুবক শরিফ উদ্দিন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহর বাড়িতে।
আজ মঙ্গলবার ভোরে পুলিশ শরিফ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান খান।
আহত শরিফ কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী হনুফা শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে। পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা।
জানা যায়, শরিফকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন স্ত্রী হনুফা (৩৫)। ৫ মাস আগে প্রেম করে তাদের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে।
বাড়ির মালিক আমান উল্লাহ বলেন, ‘১ মে শরিফ দম্পতি আমার বাড়ির টিনশেড ঘরে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। গতকাল রাতে হনুফা ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে ঘরের বাহির থেকে তালা বন্ধ করে চলে যান। পরে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ এসে আমাদের ডেকে ঘরের দরজা ভেঙে শরিফকে উদ্ধার করে।’
আহত শরিফের স্ত্রী হনুফা বলেন, প্রথম স্বামীর সংসারে দুটি ছেলে রয়েছে তাঁর। ৫ মাস আগে প্রেম করে শরিফকে বিয়ে করেন তিনি। পরে স্বামী শরিফকে সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। শরিফ এখন অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে তিনি জেনেছেন। এ নিয়ে তাদের সংসারে কয়েক দিন যাবৎ কলহ চলে আসছে। গত সোমবার রাত ৯টার দিকে শরিফ বাসায় এলে হনুফা তাঁকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেতে দেন। দুধ খেয়ে শরিফ ঘুমিয়ে পড়েন। স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করছে, তাই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
শ্রীপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেব চক্রবর্তী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ গুরুতর আহত ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসে। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই নারী পুলিশি হেফাজতে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে