নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৪১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আর নয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৪১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং হাতিরঝিল থানার এক মামলায় ৯ জনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
আদালত সূত্রে জানা গেছে, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর ওয়ারী থানায় ৩৮ জন, শাহবাগ ৯, রমনা ২, খিলখেত ৩, ক্যান্টনমেন্ট ৩, কাফরুল ৪১, ভাষানটেক ১৮, পল্লবী ৬২, রূপনগর ১৫, মতিঝিল ৫০, পল্টন ৫২, শাহজাহানপুর ১, যাত্রাবাড়ী ১৫, ডেমরা ১৬, কদমতলী ৭, শ্যামপুর ৫, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৭, বংশাল ৩, বনানী ১৩, গুলশান ৮, খিলখেত ৬, খিলগাঁও ৭, মুগদা থানায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা প্রত্যেকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩৮৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাতিরঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় ৯ জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার আরও ৩০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

নাশকতার মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৪১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আর নয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৪১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং হাতিরঝিল থানার এক মামলায় ৯ জনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
আদালত সূত্রে জানা গেছে, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর ওয়ারী থানায় ৩৮ জন, শাহবাগ ৯, রমনা ২, খিলখেত ৩, ক্যান্টনমেন্ট ৩, কাফরুল ৪১, ভাষানটেক ১৮, পল্লবী ৬২, রূপনগর ১৫, মতিঝিল ৫০, পল্টন ৫২, শাহজাহানপুর ১, যাত্রাবাড়ী ১৫, ডেমরা ১৬, কদমতলী ৭, শ্যামপুর ৫, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৭, বংশাল ৩, বনানী ১৩, গুলশান ৮, খিলখেত ৬, খিলগাঁও ৭, মুগদা থানায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা প্রত্যেকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩৮৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাতিরঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় ৯ জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার আরও ৩০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৫ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪২ মিনিট আগে