নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৪১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আর নয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৪১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং হাতিরঝিল থানার এক মামলায় ৯ জনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
আদালত সূত্রে জানা গেছে, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর ওয়ারী থানায় ৩৮ জন, শাহবাগ ৯, রমনা ২, খিলখেত ৩, ক্যান্টনমেন্ট ৩, কাফরুল ৪১, ভাষানটেক ১৮, পল্লবী ৬২, রূপনগর ১৫, মতিঝিল ৫০, পল্টন ৫২, শাহজাহানপুর ১, যাত্রাবাড়ী ১৫, ডেমরা ১৬, কদমতলী ৭, শ্যামপুর ৫, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৭, বংশাল ৩, বনানী ১৩, গুলশান ৮, খিলখেত ৬, খিলগাঁও ৭, মুগদা থানায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা প্রত্যেকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩৮৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাতিরঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় ৯ জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার আরও ৩০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

নাশকতার মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৪১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আর নয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৪১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং হাতিরঝিল থানার এক মামলায় ৯ জনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
আদালত সূত্রে জানা গেছে, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর ওয়ারী থানায় ৩৮ জন, শাহবাগ ৯, রমনা ২, খিলখেত ৩, ক্যান্টনমেন্ট ৩, কাফরুল ৪১, ভাষানটেক ১৮, পল্লবী ৬২, রূপনগর ১৫, মতিঝিল ৫০, পল্টন ৫২, শাহজাহানপুর ১, যাত্রাবাড়ী ১৫, ডেমরা ১৬, কদমতলী ৭, শ্যামপুর ৫, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৭, বংশাল ৩, বনানী ১৩, গুলশান ৮, খিলখেত ৬, খিলগাঁও ৭, মুগদা থানায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা প্রত্যেকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩৮৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাতিরঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় ৯ জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার আরও ৩০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৭ মিনিট আগে