Ajker Patrika

রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৮: ০২
রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আমিনুল হক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে তাঁকে কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। 

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ চট্টগ্রাম জেলার চন্দনগাঁও এলাকার এ কে এম ফরিদ আহমেদ চৌধুরীর ছেলে। নিহত জান্নাতুল ফেরদৌস খুলনার খালিশপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় নিহতের মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সালাহ উদ্দিন সুইট জানান, ৪ নভেম্বর ২০২২ সালে পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল্লাহ ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করা হয়। 

নিহতের মা শারমিন আক্তার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। আসামি মৃত্যুদণ্ড যেন দ্রুত কার্যকর করা হয়; সেই দাবি জানাব আইন উপদেষ্টার কাছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত