Ajker Patrika

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

জাবি প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২১: ১৮
জাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীরা সভাপতি, সম্পাদকসহ ১৫ পদের মধ্যে ১১ পদে নির্বাচিত হয়েছেন। ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেন। অন্যদিকে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ থেকে চারটি পদে জয়লাভ করেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অনিরুদ্ধ কাহালি নির্বাচনের ফল ঘোষণা করেন। 

নির্বাচনে সভাপতি পদে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক এম শামীম কায়সার নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে সদস্য পদে অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক ফারহা মতিন জুলিয়ানা, অধ্যাপক মোহাম্মদ শফিক উর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক সুবর্ণা কর্মকার, অধ্যাপক সাব্বির আলম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম ও মাহফুজা খাতুন জয়লাভ করেছেন। 

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং সদস্য পদে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব জয়লাভ করেছেন। 

এর আগে সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হয়। নির্বাচনে মোট ৬০২ জন ভোটারের মধ্যে ৫৭৫ জন ভোটার ভোট প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত