নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত ৩০ জুলাই খুন হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যার মূল পরিকল্পনাকারী সুমন ওরফে কালা সুমন (৩০), মো. তুহিন হোসেন (৪২) ও মো. খোকন মাতবর ওরফে কালা খোকন (৩৯)।
আজ শুক্রবার এ তথ্য জানান র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করেছিল র্যাব। তাঁরা হলেন মো. রাজন হোসেন (৩১), মো. জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), মো. সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)।
এম ফখরুল হাসান বলেন, গত ৩০ জুলাই রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১০-এর একটি আভিযানিক দল র্যাব-৮-এর সহযোগিতায় মাদারীপুর ও ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুমন ওরফে কালা সুমন (৩০) ও মো. তুহিন হোসেনকে (৪২) গ্রেপ্তার করে। এ ছাড়া র্যাব-১০-এর অপর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বয়েজ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. খোকন মাতবর ওরফে কালা খোকনকে (৩৯) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাঁরা ওই হত্যা মামলা রুজুর পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এ ছাড়া সুমন ওরফে কালা সুমনের বিরুদ্ধে ডাকতি, চুরি, মাদকসহ পাঁচটি মামলা, তুহিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা এবং খোকন মাতবর ওরফে কালা খোকনের বিরুদ্ধে চুরি, মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত ৩০ জুলাই খুন হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যার মূল পরিকল্পনাকারী সুমন ওরফে কালা সুমন (৩০), মো. তুহিন হোসেন (৪২) ও মো. খোকন মাতবর ওরফে কালা খোকন (৩৯)।
আজ শুক্রবার এ তথ্য জানান র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করেছিল র্যাব। তাঁরা হলেন মো. রাজন হোসেন (৩১), মো. জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), মো. সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)।
এম ফখরুল হাসান বলেন, গত ৩০ জুলাই রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১০-এর একটি আভিযানিক দল র্যাব-৮-এর সহযোগিতায় মাদারীপুর ও ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুমন ওরফে কালা সুমন (৩০) ও মো. তুহিন হোসেনকে (৪২) গ্রেপ্তার করে। এ ছাড়া র্যাব-১০-এর অপর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বয়েজ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. খোকন মাতবর ওরফে কালা খোকনকে (৩৯) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাঁরা ওই হত্যা মামলা রুজুর পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এ ছাড়া সুমন ওরফে কালা সুমনের বিরুদ্ধে ডাকতি, চুরি, মাদকসহ পাঁচটি মামলা, তুহিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা এবং খোকন মাতবর ওরফে কালা খোকনের বিরুদ্ধে চুরি, মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে