প্রতিনিধি, গাজীপুর

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলমান কঠোরতম লকডাউনের দ্বিতীয় দিনে কারখানা চালু রাখার অপরাধে দুটি পোশাক কারখানার মালিকপক্ষকে জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর ও টঙ্গীতে ২টি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
কারখানা দুটি হলো গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানাধীন সাবাবো এলাকার নরবান কমটেক্স লিমিটেড এবং টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকার আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেড।
গাজীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, লকডাউন যথাযথভাবে বাস্তবায়নের জন্য গাজীপুর মহানগরী এলাকায় জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। লকডাউনের প্রথম দিনের ন্যায় গতকাল শনিবার মহানগরীর কাশিমপুর মেট্রো থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। সকালে তিনি জানতে পারেন সাবাবো এলাকায় নরবান কমটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা বাইরে তালা মেরে ভেতরে চালু রেখেছে। পরে তিনি সেখানে অভিযান চালিয়ে কারখানাটি চালু আছে দেখতে পান। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা চালু রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারায় অপরাধে মামলা দায়ের করেন এবং ১ লাখ টাকা জরিমানা করে তা নগদ আদায় করেন।
অপরদিকে, মহানগরীর টঙ্গী এলাকায় শনিবার দুপুরে দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। এ সময় টিঅ্যান্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু অবস্থায় দেখতে পান। পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখায় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
পরে উভয় কারখানা ছুটি দিয়ে কারখানার কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলমান কঠোরতম লকডাউনের দ্বিতীয় দিনে কারখানা চালু রাখার অপরাধে দুটি পোশাক কারখানার মালিকপক্ষকে জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর ও টঙ্গীতে ২টি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
কারখানা দুটি হলো গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানাধীন সাবাবো এলাকার নরবান কমটেক্স লিমিটেড এবং টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকার আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেড।
গাজীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, লকডাউন যথাযথভাবে বাস্তবায়নের জন্য গাজীপুর মহানগরী এলাকায় জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। লকডাউনের প্রথম দিনের ন্যায় গতকাল শনিবার মহানগরীর কাশিমপুর মেট্রো থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। সকালে তিনি জানতে পারেন সাবাবো এলাকায় নরবান কমটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা বাইরে তালা মেরে ভেতরে চালু রেখেছে। পরে তিনি সেখানে অভিযান চালিয়ে কারখানাটি চালু আছে দেখতে পান। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা চালু রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারায় অপরাধে মামলা দায়ের করেন এবং ১ লাখ টাকা জরিমানা করে তা নগদ আদায় করেন।
অপরদিকে, মহানগরীর টঙ্গী এলাকায় শনিবার দুপুরে দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। এ সময় টিঅ্যান্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু অবস্থায় দেখতে পান। পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখায় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
পরে উভয় কারখানা ছুটি দিয়ে কারখানার কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে