রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)

১৪টি কালো ভালুক দিব্যি ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। কে না জানে, এই পার্কটির অবস্থান গাজীপুরের শ্রীপুরে। ভালুক কিন্তু এ দেশে মহা বিপণ্ন প্রাণী।
নানা জায়গায় অভিযান চালিয়ে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট কালো ভালুকগুলো উদ্ধার করে। পরে হস্তান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে। সেখানে ৯টি পুরুষ ও ৫টি নারী ভালুক দিব্যি হেসেখেলে বেড়াচ্ছে।
ভালুকের রয়েছে নানা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো পার্কে আসা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নিতে পারে। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা ভালুক দেখে খুবই আনন্দ পায়।
কালো ভালুকের কাঁধে কুচক আছে। হাঁটার সময় মানুষের মতোই দুই পায়ে হাঁটে, সামনের দুই পা ওপরে তুলে রাখে। প্রচণ্ড ঘাণশক্তি এদের। এরা খাবার সংগ্রহে ঘ্রাণশক্তির ওপর নির্ভর করে।
এরা হিংস্র হয়ে ওঠে প্রজননের সময়। বাচ্চা জন্ম নেওয়ার পরপরই মা ভালুক বড় একটা গর্ত তৈরি করে নেয়। শাবককে সেই গর্তে রেখে দেয়। বাচ্চাটা এত ছোট থাকে যে তার শরীরে পশম গজায় না, চোখ ফোটে না। এ সময় পুরুষ ভালুককে গর্তের কাছেও ঘেঁষতে দেয় না মা ভালুক। মা ভালুক নিজেই শাবকের পরিচর্যা করে থাকে।
কালো ভালুক উচ্চতায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। শরীরের দৈর্ঘ্যের দিক দিয়ে ১৭০ সেন্টিমিটার বা ক্ষেত্র বিশেষ কমবেশি হয়ে থাকে। লেজ সাধারণত ৮ থেকে ১২ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বেশির ভাগ পুরুষ ভালুক স্ত্রীর চেয়ে বেশি বড় হয়। কালো ভালুকের দেহের সঙ্গে মিলিয়ে রয়েছে বড় বড় কান, পায়ে বড় বড় নখ। এই নখ গাছে উঠতে সাহায্য করে। এ জন্য এরা সহজে গাছে উঠে খুনসুটি করতে পারে।
মুক্ত থাকলে ভালুক হরিণ, খরগোশ, মাছ খায়। বিভিন্ন গাছের বাকল খায়। তবে বঙ্গবন্ধু সাফারি পার্কে মাংস দেওয়া হয় না ভালুককে। এখানে খাদ্য বলতে সবজি। মাংস খেলে নাকি ভালুক হিংস্র হয়ে যায়, তাই মিষ্টিকুমড়া, শসা, গাজর, মিষ্টি আলু, কলা, আপেল ও রুটির সঙ্গে মধু মিশিয়ে তৈরি করা হয়েছে খাদ্যতালিকা। এরা মধু খেতে বেশি পছন্দ করে। তার জন্য পার্কের ভেতর গাছের মধ্যে মৌচাক ভেঙে মধু খায় ওরা।
কথাগুলো জানা গেল সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খানের কাছ থেকে।
সাফারি পার্কের দর্শনার্থীরা ভালুক দেখে আনন্দ পান। ভালুকবেষ্টনীতে ঢুকলেই ভালুকগুলো দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। কোনো সময় বেষ্টনীর ভেতর খালি মাঠে বসে ওরা খাবার খায়। কখনো বেষ্টনীর ভেতর থাকা বিভিন্ন গাছের মগডালে বসে খুনসুটি করে। গাছের ডালে শুয়ে ঘুমায়।
সাধারণত চিড়িয়াখানায় হিংস্র প্রাণী থাকে খাঁচায় বন্দী, মানুষ মুক্ত থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হিংস্র প্রাণীগুলো সাফারি পার্কবেষ্টনীতে মুক্ত থাকে, আর দর্শনার্থীরা গাড়ির ভেতর থাকেন বন্দী। তাই কালো ভালুক দেখতে হলে থাকতে হবে গাড়িতে বন্দী, দেখতে হবে মুক্ত ভালুক!

১৪টি কালো ভালুক দিব্যি ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। কে না জানে, এই পার্কটির অবস্থান গাজীপুরের শ্রীপুরে। ভালুক কিন্তু এ দেশে মহা বিপণ্ন প্রাণী।
নানা জায়গায় অভিযান চালিয়ে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট কালো ভালুকগুলো উদ্ধার করে। পরে হস্তান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে। সেখানে ৯টি পুরুষ ও ৫টি নারী ভালুক দিব্যি হেসেখেলে বেড়াচ্ছে।
ভালুকের রয়েছে নানা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো পার্কে আসা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নিতে পারে। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা ভালুক দেখে খুবই আনন্দ পায়।
কালো ভালুকের কাঁধে কুচক আছে। হাঁটার সময় মানুষের মতোই দুই পায়ে হাঁটে, সামনের দুই পা ওপরে তুলে রাখে। প্রচণ্ড ঘাণশক্তি এদের। এরা খাবার সংগ্রহে ঘ্রাণশক্তির ওপর নির্ভর করে।
এরা হিংস্র হয়ে ওঠে প্রজননের সময়। বাচ্চা জন্ম নেওয়ার পরপরই মা ভালুক বড় একটা গর্ত তৈরি করে নেয়। শাবককে সেই গর্তে রেখে দেয়। বাচ্চাটা এত ছোট থাকে যে তার শরীরে পশম গজায় না, চোখ ফোটে না। এ সময় পুরুষ ভালুককে গর্তের কাছেও ঘেঁষতে দেয় না মা ভালুক। মা ভালুক নিজেই শাবকের পরিচর্যা করে থাকে।
কালো ভালুক উচ্চতায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। শরীরের দৈর্ঘ্যের দিক দিয়ে ১৭০ সেন্টিমিটার বা ক্ষেত্র বিশেষ কমবেশি হয়ে থাকে। লেজ সাধারণত ৮ থেকে ১২ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বেশির ভাগ পুরুষ ভালুক স্ত্রীর চেয়ে বেশি বড় হয়। কালো ভালুকের দেহের সঙ্গে মিলিয়ে রয়েছে বড় বড় কান, পায়ে বড় বড় নখ। এই নখ গাছে উঠতে সাহায্য করে। এ জন্য এরা সহজে গাছে উঠে খুনসুটি করতে পারে।
মুক্ত থাকলে ভালুক হরিণ, খরগোশ, মাছ খায়। বিভিন্ন গাছের বাকল খায়। তবে বঙ্গবন্ধু সাফারি পার্কে মাংস দেওয়া হয় না ভালুককে। এখানে খাদ্য বলতে সবজি। মাংস খেলে নাকি ভালুক হিংস্র হয়ে যায়, তাই মিষ্টিকুমড়া, শসা, গাজর, মিষ্টি আলু, কলা, আপেল ও রুটির সঙ্গে মধু মিশিয়ে তৈরি করা হয়েছে খাদ্যতালিকা। এরা মধু খেতে বেশি পছন্দ করে। তার জন্য পার্কের ভেতর গাছের মধ্যে মৌচাক ভেঙে মধু খায় ওরা।
কথাগুলো জানা গেল সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খানের কাছ থেকে।
সাফারি পার্কের দর্শনার্থীরা ভালুক দেখে আনন্দ পান। ভালুকবেষ্টনীতে ঢুকলেই ভালুকগুলো দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। কোনো সময় বেষ্টনীর ভেতর খালি মাঠে বসে ওরা খাবার খায়। কখনো বেষ্টনীর ভেতর থাকা বিভিন্ন গাছের মগডালে বসে খুনসুটি করে। গাছের ডালে শুয়ে ঘুমায়।
সাধারণত চিড়িয়াখানায় হিংস্র প্রাণী থাকে খাঁচায় বন্দী, মানুষ মুক্ত থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হিংস্র প্রাণীগুলো সাফারি পার্কবেষ্টনীতে মুক্ত থাকে, আর দর্শনার্থীরা গাড়ির ভেতর থাকেন বন্দী। তাই কালো ভালুক দেখতে হলে থাকতে হবে গাড়িতে বন্দী, দেখতে হবে মুক্ত ভালুক!

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে