আজকের পত্রিকা ডেস্ক

সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সারা দেশের সব যানবাহনের চালকদের শৃঙ্খলায় আনতে হবে। এ জন্য গাড়িচালকদের ন্যায্য মর্যাদা, কর্মঘণ্টা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘যানজট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন বক্তারা।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘সড়ক প্রশস্ত হলেই যানজট নিরসন হবে না। যানজট নিরসনে চাই শৃঙ্খলা। রাস্তার ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে দিতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এ জন্য চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্মঘণ্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. মাহবুব হোসেন সোহেল সব চালকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানার বা সেক্টরওয়াইজ ব্যানারে কাজ করুন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোয় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন কর্মী হিসেবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলি।’
সভায় আরও বক্তব্য দেন—অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নাজমুল হাসান প্রমুখ।

সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সারা দেশের সব যানবাহনের চালকদের শৃঙ্খলায় আনতে হবে। এ জন্য গাড়িচালকদের ন্যায্য মর্যাদা, কর্মঘণ্টা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘যানজট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন বক্তারা।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘সড়ক প্রশস্ত হলেই যানজট নিরসন হবে না। যানজট নিরসনে চাই শৃঙ্খলা। রাস্তার ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে দিতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এ জন্য চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্মঘণ্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. মাহবুব হোসেন সোহেল সব চালকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানার বা সেক্টরওয়াইজ ব্যানারে কাজ করুন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোয় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন কর্মী হিসেবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলি।’
সভায় আরও বক্তব্য দেন—অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নাজমুল হাসান প্রমুখ।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে