Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার প্রবাসীর মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অহিদ মিয়া (৫০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টায় মক্কা শহরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত অহিদ মিয়ার বাড়ি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামে। 

পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন অহিদ মিয়া। মক্কা শহরে অবস্থিত সিজার নামে একটি কোম্পানিতে কাজ করতেন। গত চার মাস আগে তিনি দেশে ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে যান। বুধবার সকালে মক্কা শহরের একটি সড়কে কাজ করছিলেন তিনি। সকাল পৌনে ৭টার দিকে কাজ করা অবস্থায় একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে অন্য প্রবাসীদের মাধ্যমে খবরটি জানতে পারেন তাঁর স্বজনেরা। অহিদ মিয়ার দুই ছেলে সন্তান রয়েছে। 

বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল প্রবাসী অহিদ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কাছ থেকে তাঁর মৃত্যুর খবরটি জানতে পারেন। দ্রুত অহিদের মরদেহ দেশে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত