নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারীতে বসতবাড়ি দখল করতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন আজহারুল হক নামের একজন আইনজীবী। গত মঙ্গলবার বিকেলে আল–মুসলিম গ্রুপের আব্দুল্লাহর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় বলে আজকের পত্রিকাকে অভিযোগ করেছেন তিনি।
হামলার ঘটনায় গতকাল বুধবার তাঁর বাসায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে আজহারুল হক বলেন, ‘মঙ্গলবার বিকেলে দারোয়ান ফোন করে জানায়—বাসার সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। এর কিছুক্ষণ পরেই গেট ভেঙে, দারোয়ানকে মেরে তারা ওপরে চলে আসে।’
তিনি আরও বলেন, ‘বাসায় দরজা-জানালা, আলমারি ভেঙে তারা টাকাপয়সা নিয়ে গেছে। আমার এবং আমার স্ত্রীর সঙ্গে অসভ্য ব্যবহার করে এবং লাইসেন্সকৃত বন্দুক, মোবাইলসহ সবকিছু নিয়ে যায় তারা। ব্যাংক থেকে তুলে আনা ১৫ লাখ টাকা এবং ঘরে থাকা আরও ১০ লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।’
মুসলিম গ্রুপের আব্দুল্লাহ, আমজাদ হেলাল, ফিরোজ ও জিয়ার ভাড়াটে সন্ত্রাসীরা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন আজহারুল।
সাবেক ডিবির প্রধান হারুনও এই হামলাকারীদের সঙ্গে যুক্ত আছেন উল্লেখ করে তিনি জানান, গত বছরের ৭ ডিসেম্বর রাতেও তাঁদের বাড়িতে হামলা হয়। সে সময় আজহারুলের ছোট মেয়ে ফেসবুক লাইভ করলে আজহারুল ও তাঁর বড় ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আজহারুল বলেন, ‘আমাদের হয়রানি করার উদ্দেশ্যে রমনা থানায় বিচারপতির বাসভবনে হামলা ও ছিনতাই মামলার আসামি করা হয়।’
তিনি আরও বলেন, ‘ডিবির হারুন দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে। হারুন ও আল–মুসলিম বিল্ডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ মিলে আমার পরিবারকে দিনের পর দিন নির্যাতন করছে।’
৭ আগস্ট বিকেলেও তাঁর বাড়িতে আক্রমণ হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে সহায়তা কামনা করেন।

রাজধানীর ওয়ারীতে বসতবাড়ি দখল করতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন আজহারুল হক নামের একজন আইনজীবী। গত মঙ্গলবার বিকেলে আল–মুসলিম গ্রুপের আব্দুল্লাহর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় বলে আজকের পত্রিকাকে অভিযোগ করেছেন তিনি।
হামলার ঘটনায় গতকাল বুধবার তাঁর বাসায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে আজহারুল হক বলেন, ‘মঙ্গলবার বিকেলে দারোয়ান ফোন করে জানায়—বাসার সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। এর কিছুক্ষণ পরেই গেট ভেঙে, দারোয়ানকে মেরে তারা ওপরে চলে আসে।’
তিনি আরও বলেন, ‘বাসায় দরজা-জানালা, আলমারি ভেঙে তারা টাকাপয়সা নিয়ে গেছে। আমার এবং আমার স্ত্রীর সঙ্গে অসভ্য ব্যবহার করে এবং লাইসেন্সকৃত বন্দুক, মোবাইলসহ সবকিছু নিয়ে যায় তারা। ব্যাংক থেকে তুলে আনা ১৫ লাখ টাকা এবং ঘরে থাকা আরও ১০ লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।’
মুসলিম গ্রুপের আব্দুল্লাহ, আমজাদ হেলাল, ফিরোজ ও জিয়ার ভাড়াটে সন্ত্রাসীরা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন আজহারুল।
সাবেক ডিবির প্রধান হারুনও এই হামলাকারীদের সঙ্গে যুক্ত আছেন উল্লেখ করে তিনি জানান, গত বছরের ৭ ডিসেম্বর রাতেও তাঁদের বাড়িতে হামলা হয়। সে সময় আজহারুলের ছোট মেয়ে ফেসবুক লাইভ করলে আজহারুল ও তাঁর বড় ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আজহারুল বলেন, ‘আমাদের হয়রানি করার উদ্দেশ্যে রমনা থানায় বিচারপতির বাসভবনে হামলা ও ছিনতাই মামলার আসামি করা হয়।’
তিনি আরও বলেন, ‘ডিবির হারুন দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে। হারুন ও আল–মুসলিম বিল্ডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ মিলে আমার পরিবারকে দিনের পর দিন নির্যাতন করছে।’
৭ আগস্ট বিকেলেও তাঁর বাড়িতে আক্রমণ হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে সহায়তা কামনা করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে