সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদের নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সালামি’ চাওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক তুষার আহমেদের বিরুদ্ধে। রিয়াদ মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে।
অপর দিকে তুষার আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে এবং আনিছুর রহমান রিয়াদের আস্থাভাজন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তুষার ও তাঁর দলবল আনিছুর রহমান রিয়াদের সঙ্গে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন। আনিছুরের বাবা মহিউদ্দিন নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে তুষার উপজেলার বিভিন্ন বাজার ও এলাকার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কখনো কক্সবাজার, কখনো বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার নাম করে চাঁদা তোলেন। কয়েক দিন ধরে তিনি ঈদের সালামির নাম করে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকার করলে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছেন। প্রতিবাদ তো দূরে থাক, তাঁদের ভয়ে কেউ মুখ খোলারও সাহস করছে না।
ব্যবসায়ী অজিত ঘোষ বলেন, ‘নির্বাচনের পরপর তুষার কক্সবাজার যাবে, এ জন্য আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। এখন আবার টাকার জন্য চাপ দিচ্ছে। আমাকে সরাসরি এসে বলে তাঁরা এমপি সাহেবের ছেলে আনিছুর রহমান রিয়াদের লোক, রিয়াদ সব জানে।’
আরেক ব্যবসায়ী হরিশ চন্দ সরকার বলেন, ‘ভাই, চাঁদার বিষয় আর কী বলব, নৌকার সাপোর্ট করেও চাঁদা দিতে হয়, বিষয়টি খুব শিগগিরই আমাদের এমপি মহোদয়কে বলব।’ কারা চাঁদা দাবি করে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব কথা ফোনে বলা যাবে না, সামনাসামনি হলে বলব।’
উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, তুষার মাত্র ছয় দিনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক হয়েছিলেন, তবে তিনি উপজেলার কোনো কমিটিতে নেই।
তবে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তুষার আহমেদ। তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। কারও কাছ থেকে ঈদের সালামি চাইনি। কেউ বলতে পারবে না।’
অভিযোগের বিষয়ে জানতে আনিছুর রহমান রিয়াদের ফোনে একাধিকবার ফোন করা হলে রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদের নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সালামি’ চাওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক তুষার আহমেদের বিরুদ্ধে। রিয়াদ মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে।
অপর দিকে তুষার আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে এবং আনিছুর রহমান রিয়াদের আস্থাভাজন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তুষার ও তাঁর দলবল আনিছুর রহমান রিয়াদের সঙ্গে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন। আনিছুরের বাবা মহিউদ্দিন নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে তুষার উপজেলার বিভিন্ন বাজার ও এলাকার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কখনো কক্সবাজার, কখনো বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার নাম করে চাঁদা তোলেন। কয়েক দিন ধরে তিনি ঈদের সালামির নাম করে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকার করলে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছেন। প্রতিবাদ তো দূরে থাক, তাঁদের ভয়ে কেউ মুখ খোলারও সাহস করছে না।
ব্যবসায়ী অজিত ঘোষ বলেন, ‘নির্বাচনের পরপর তুষার কক্সবাজার যাবে, এ জন্য আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। এখন আবার টাকার জন্য চাপ দিচ্ছে। আমাকে সরাসরি এসে বলে তাঁরা এমপি সাহেবের ছেলে আনিছুর রহমান রিয়াদের লোক, রিয়াদ সব জানে।’
আরেক ব্যবসায়ী হরিশ চন্দ সরকার বলেন, ‘ভাই, চাঁদার বিষয় আর কী বলব, নৌকার সাপোর্ট করেও চাঁদা দিতে হয়, বিষয়টি খুব শিগগিরই আমাদের এমপি মহোদয়কে বলব।’ কারা চাঁদা দাবি করে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব কথা ফোনে বলা যাবে না, সামনাসামনি হলে বলব।’
উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, তুষার মাত্র ছয় দিনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক হয়েছিলেন, তবে তিনি উপজেলার কোনো কমিটিতে নেই।
তবে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তুষার আহমেদ। তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। কারও কাছ থেকে ঈদের সালামি চাইনি। কেউ বলতে পারবে না।’
অভিযোগের বিষয়ে জানতে আনিছুর রহমান রিয়াদের ফোনে একাধিকবার ফোন করা হলে রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১২ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩০ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে