নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যুবদল নেতা শামীমের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
সুলতান মোহাম্মদ মনসুরকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, আজ ভোরে কানাডা থেকে দেশে ফিরলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ।
গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পল্টন এলাকায় নিহত হন যুবদল নেতা শামীম।
এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ৭০৪ জনকে আসামি করে মামলা করেন শামীমের বাবা ইউসুফ মিয়া।
মামলায় বলা হয়, ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ নস্যাৎ করা ও জাতীয় নেতাদের হত্যার জন্য মারাত্মক অস্ত্র নিয়ে শান্তিনগর, কাকরাইল, প্রেসক্লাব, পুরানা পল্টন, শাহজাহানপুর, কমলাপুর, মতিঝিল, মালিবাগ, ফকিরাপুলসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
সেদিন রাত ১০টা পর্যন্ত হামলা চালানো হয়। এতে বিএনপির শত শত নেতা–কর্মী আহত হন এবং যুবদলের নেতা শামীমকে হত্যা করা হয়। ঘটনার পরপর শামীমের বাবা ইউসুফ মিয়াকে একটি মিথ্যা সাজানো এজাহারে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ অক্টোবর বেলা ২টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ অন্য আসামিরা পল্টনের ভিআইপি সড়কের হোটেল লিভিংয়ের সামনের পাকা রাস্তার ওপর বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা করেন।
তাঁরা বিএনপি নেতা–কর্মীদের ওপর গুলি, বোমা, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়তে থাকেন। জাহাঙ্গীরের হাতে থাকা অস্ত্রের গুলিতে শামীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
জাহাঙ্গীর আলম ছাড়াও আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমি, ওবায়দুল কাদের প্রমুখ এই মামলার আসামি।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সুলতান মোহাম্মদ মনসুর শামীম হত্যার সঙ্গে জড়িত মর্মে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা এবং অন্য আসামিদের অবস্থান জানা এবং গ্রেপ্তার করার জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রাজধানীর পল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যুবদল নেতা শামীমের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
সুলতান মোহাম্মদ মনসুরকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, আজ ভোরে কানাডা থেকে দেশে ফিরলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ।
গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পল্টন এলাকায় নিহত হন যুবদল নেতা শামীম।
এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ৭০৪ জনকে আসামি করে মামলা করেন শামীমের বাবা ইউসুফ মিয়া।
মামলায় বলা হয়, ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ নস্যাৎ করা ও জাতীয় নেতাদের হত্যার জন্য মারাত্মক অস্ত্র নিয়ে শান্তিনগর, কাকরাইল, প্রেসক্লাব, পুরানা পল্টন, শাহজাহানপুর, কমলাপুর, মতিঝিল, মালিবাগ, ফকিরাপুলসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
সেদিন রাত ১০টা পর্যন্ত হামলা চালানো হয়। এতে বিএনপির শত শত নেতা–কর্মী আহত হন এবং যুবদলের নেতা শামীমকে হত্যা করা হয়। ঘটনার পরপর শামীমের বাবা ইউসুফ মিয়াকে একটি মিথ্যা সাজানো এজাহারে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ অক্টোবর বেলা ২টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ অন্য আসামিরা পল্টনের ভিআইপি সড়কের হোটেল লিভিংয়ের সামনের পাকা রাস্তার ওপর বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা করেন।
তাঁরা বিএনপি নেতা–কর্মীদের ওপর গুলি, বোমা, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়তে থাকেন। জাহাঙ্গীরের হাতে থাকা অস্ত্রের গুলিতে শামীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
জাহাঙ্গীর আলম ছাড়াও আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমি, ওবায়দুল কাদের প্রমুখ এই মামলার আসামি।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সুলতান মোহাম্মদ মনসুর শামীম হত্যার সঙ্গে জড়িত মর্মে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা এবং অন্য আসামিদের অবস্থান জানা এবং গ্রেপ্তার করার জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে