নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলে একক যাত্রার জন্য ২ লাখ ৪৮ হাজার টিকিট আনা হয়েছিল। এর মধ্যে ১৩ হাজার টিকিট নষ্ট হয়ে গেছে। আর ২ লাখ টিকিট হারিয়ে গেছে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
আজ সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অবশ্য এর ব্যাখ্যায় আব্দুর রউফ বলেন, হারিয়ে যাওয়া মানে যাত্রীরা এগুলো বিভিন্ন সময়ে স্টেশনে জমা না দিয়ে নিয়ে গেছেন। এটি আইনত অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে চলতি মাসের ১৩ দিনে ৫ হাজার ৫৬৮টি র্যাপিড পাস বিক্রি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। মেট্রোরেলের চারটি স্টেশনে আলাদা বুথে এই কার্ড পাওয়া যাচ্ছে। আজ বাস রুট রেশনালাইজেশনাল কোম্পানির প্রকল্প পরিচালক ধ্রুব আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
এ বিষয়ে আব্দুর রউফ বলেন, ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারব।
আজ কারওয়ান বাজার স্টেশন ঘুরে দেখা যায়, মেট্রোরেলে যাত্রীদের চলাচলের জন্য একক যাত্রার টিকিটের সংকট দেখা দিয়েছে। দুপুরে টিকিট কাউন্টার বন্ধ ছিল। অধিকাংশ টিকিট যাত্রীরা নিয়ে আর ফেরত দেননি এবং অনেক টিকিট নষ্ট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
স্টেশন কর্মীদের মতে, এক পরিবারের একাধিক সদস্যের জন্য টিকিট কাটা হলেও একসঙ্গে বের হওয়ার সময় দু–একটি টিকিট জমা দেওয়া হয়। বাকিগুলো ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে জমা দেয় না। অনেক যাত্রী আবার ভিড়ের মধ্যে টিকিট জমা না দিয়েও বের হয়ে যেতে পারেন। এ রকম ঘটনা বেশ কয়েকবার ধরা পড়েছে।
একক যাত্রার এতগুলো টিকিট খোয়া যাওয়ায় টিকিট কাটার মেশিনগুলোতেও টিকিটের ঘাটতি পড়েছে বলে জানান বিভিন্ন স্টেশনের কর্মীরা।
তাঁরা বলেন, বহির্গমন গেটে টিকিট জমা পড়ার পর সেই টিকিট নিয়ে আবার ভেন্ডার মেশিনে সেট করতে হয়। অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হয় বহির্গমন গেটে পর্যাপ্ত টিকিট জমা হওয়া পর্যন্ত।
আজ সংবাদ সম্মেলনে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন, এসব টিকিট তো অন্য কোথাও ব্যবহার করা যাবে না। হয়তো বাড়িতে স্মারক হিসেবে রেখে দিতে পারবে বা ফেলে দিতে হবে। এর জন্য শাস্তির বিধান আছে। তবে নীতিমালায় কিছু সমস্যা থাকায় এখনো প্রয়োগ করা হয়নি। তবে জরিমানা করা হয়ে থাকে।
আব্দুর রউফ টিকিটগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ যেন আর টিকিট বাড়িতে না নিয়ে যান সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছেন তিনি।

মেট্রোরেলে একক যাত্রার জন্য ২ লাখ ৪৮ হাজার টিকিট আনা হয়েছিল। এর মধ্যে ১৩ হাজার টিকিট নষ্ট হয়ে গেছে। আর ২ লাখ টিকিট হারিয়ে গেছে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
আজ সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অবশ্য এর ব্যাখ্যায় আব্দুর রউফ বলেন, হারিয়ে যাওয়া মানে যাত্রীরা এগুলো বিভিন্ন সময়ে স্টেশনে জমা না দিয়ে নিয়ে গেছেন। এটি আইনত অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে চলতি মাসের ১৩ দিনে ৫ হাজার ৫৬৮টি র্যাপিড পাস বিক্রি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। মেট্রোরেলের চারটি স্টেশনে আলাদা বুথে এই কার্ড পাওয়া যাচ্ছে। আজ বাস রুট রেশনালাইজেশনাল কোম্পানির প্রকল্প পরিচালক ধ্রুব আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
এ বিষয়ে আব্দুর রউফ বলেন, ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারব।
আজ কারওয়ান বাজার স্টেশন ঘুরে দেখা যায়, মেট্রোরেলে যাত্রীদের চলাচলের জন্য একক যাত্রার টিকিটের সংকট দেখা দিয়েছে। দুপুরে টিকিট কাউন্টার বন্ধ ছিল। অধিকাংশ টিকিট যাত্রীরা নিয়ে আর ফেরত দেননি এবং অনেক টিকিট নষ্ট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
স্টেশন কর্মীদের মতে, এক পরিবারের একাধিক সদস্যের জন্য টিকিট কাটা হলেও একসঙ্গে বের হওয়ার সময় দু–একটি টিকিট জমা দেওয়া হয়। বাকিগুলো ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে জমা দেয় না। অনেক যাত্রী আবার ভিড়ের মধ্যে টিকিট জমা না দিয়েও বের হয়ে যেতে পারেন। এ রকম ঘটনা বেশ কয়েকবার ধরা পড়েছে।
একক যাত্রার এতগুলো টিকিট খোয়া যাওয়ায় টিকিট কাটার মেশিনগুলোতেও টিকিটের ঘাটতি পড়েছে বলে জানান বিভিন্ন স্টেশনের কর্মীরা।
তাঁরা বলেন, বহির্গমন গেটে টিকিট জমা পড়ার পর সেই টিকিট নিয়ে আবার ভেন্ডার মেশিনে সেট করতে হয়। অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হয় বহির্গমন গেটে পর্যাপ্ত টিকিট জমা হওয়া পর্যন্ত।
আজ সংবাদ সম্মেলনে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন, এসব টিকিট তো অন্য কোথাও ব্যবহার করা যাবে না। হয়তো বাড়িতে স্মারক হিসেবে রেখে দিতে পারবে বা ফেলে দিতে হবে। এর জন্য শাস্তির বিধান আছে। তবে নীতিমালায় কিছু সমস্যা থাকায় এখনো প্রয়োগ করা হয়নি। তবে জরিমানা করা হয়ে থাকে।
আব্দুর রউফ টিকিটগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ যেন আর টিকিট বাড়িতে না নিয়ে যান সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে