নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ও কবি রফিক আজাদের বাড়ি ভাঙার ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার সংস্থার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর (মানবেন্দ্র ঘোষ) বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হলেও মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।
এমএসএফ মনে করে, মিথ্যা অভিযোগে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক শ্রেণি স্বার্থান্বেষীর শক্তির ইন্ধনে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এমএসএফ দেশের সব নাগরিকের মৌলিক অধিকার, মানবিক মর্যাদার সুরক্ষা ও জানমালের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ এবং মানবেন্দ্র ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দ্রুততার সঙ্গে আইনানুগ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।
অপরদিকে কবি, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত রফিক আজাদের বরাদ্দ করা বাড়ির অংশবিশেষ গৃহায়ণ কর্তৃপক্ষ ভেঙে ফেলায় এমএসএফ ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মনে করে, কবি রফিক আজাদের বাড়ি সংরক্ষণ করার উদ্যোগ না নিয়ে তা ভেঙে ফেলার চেষ্টা মানবাধিকারের পরিপন্থী। কবির স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণ করা হলে দেশের সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সংস্থাটি। পরিবারের নিরাপত্তা দেওয়াসহ কবির স্মৃতি সংরক্ষণ ও ধারণের জন্য বাড়িটির অংশবিশেষ স্থায়ী বন্দোবস্তের উদ্যোগ নেওয়ার মাধ্যমে দেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার দাবি জানিয়েছে এমএসএফ।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ও কবি রফিক আজাদের বাড়ি ভাঙার ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার সংস্থার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর (মানবেন্দ্র ঘোষ) বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হলেও মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।
এমএসএফ মনে করে, মিথ্যা অভিযোগে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক শ্রেণি স্বার্থান্বেষীর শক্তির ইন্ধনে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এমএসএফ দেশের সব নাগরিকের মৌলিক অধিকার, মানবিক মর্যাদার সুরক্ষা ও জানমালের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ এবং মানবেন্দ্র ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দ্রুততার সঙ্গে আইনানুগ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।
অপরদিকে কবি, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত রফিক আজাদের বরাদ্দ করা বাড়ির অংশবিশেষ গৃহায়ণ কর্তৃপক্ষ ভেঙে ফেলায় এমএসএফ ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মনে করে, কবি রফিক আজাদের বাড়ি সংরক্ষণ করার উদ্যোগ না নিয়ে তা ভেঙে ফেলার চেষ্টা মানবাধিকারের পরিপন্থী। কবির স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণ করা হলে দেশের সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সংস্থাটি। পরিবারের নিরাপত্তা দেওয়াসহ কবির স্মৃতি সংরক্ষণ ও ধারণের জন্য বাড়িটির অংশবিশেষ স্থায়ী বন্দোবস্তের উদ্যোগ নেওয়ার মাধ্যমে দেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার দাবি জানিয়েছে এমএসএফ।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৬ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে