প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। জাজিরা উপজেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম মাতবর ও জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাতবরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে ৭ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাতবর ও আওয়ামী লীগ নেতা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাতবরে মধ্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত দুই দিন ধরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে রোববার দুপুরে খোসাল সিকদার কান্দি গ্ৰামে উভয় পক্ষের সমর্থকেরা প্রতিপক্ষের সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় সেলিমের সমর্থকদের মধ্যে আট ও ইলিয়াছের সমর্থকদের সাতজন আহত হয়। দুই পক্ষের অন্তত ৩০টি বসত ঘরে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে জাজিরা থানার সহকারী উপপরিদর্শক জালাল উদ্দন মণ্ডল, কনস্টেবল আলম মিয়া ও মিজানুর রহমান আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্ত সাত আসামিকে আটক করেছে পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তারা সকলেই স্থানীয় আওয়ামী লীগের সমর্থক। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। যারা সংঘর্ষ ঘটিয়েছেন তাদের পক্ষে এখনও কোন মামলা হয়নি।

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। জাজিরা উপজেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম মাতবর ও জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাতবরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে ৭ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাতবর ও আওয়ামী লীগ নেতা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাতবরে মধ্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত দুই দিন ধরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে রোববার দুপুরে খোসাল সিকদার কান্দি গ্ৰামে উভয় পক্ষের সমর্থকেরা প্রতিপক্ষের সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় সেলিমের সমর্থকদের মধ্যে আট ও ইলিয়াছের সমর্থকদের সাতজন আহত হয়। দুই পক্ষের অন্তত ৩০টি বসত ঘরে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে জাজিরা থানার সহকারী উপপরিদর্শক জালাল উদ্দন মণ্ডল, কনস্টেবল আলম মিয়া ও মিজানুর রহমান আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্ত সাত আসামিকে আটক করেছে পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তারা সকলেই স্থানীয় আওয়ামী লীগের সমর্থক। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। যারা সংঘর্ষ ঘটিয়েছেন তাদের পক্ষে এখনও কোন মামলা হয়নি।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৫ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে