জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাদকবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহতের পরিবার উপাচার্য বরাবর ক্ষতিপূরণ দাবি করেছে। সোমবার উপাচার্য কার্যালয়ে অধ্যাপক নূরুল আলমের কাছে লিখিত আবেদনপত্র জমা দেন ভুক্তভোগী পরিবারের সদস্য ফরহাদ হোসেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় জাবির মদভর্তি অ্যাম্বুলেন্স একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান একজন রিকশাচালক। দুর্ঘটনা কবলিত রিকশায় চারজন যাত্রী ছিলেন। তারা হলেন—আবেদনকারীর বোন কাকলি আক্তার (২৬), তাঁর স্বামী সবুজ আহমেদ (৩০), তাদের ২৬ মাসের শিশুসন্তান শোয়াইব এবং ভাতিজি জান্নাত (১৪)। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আরও গুরুতর হলে কাকলি আক্তারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ স্থানান্তর করা হয়। গর্ভের সন্তানের মৃত্যু হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গর্ভ থেকে মৃত সন্তান বের করা হয়।
ফরহাদ হোসেন দাবি করেন, ‘এরই মধ্যে আমার পরিবারের সদস্যদের চিকিৎসাবাবদ প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে। যা আমাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, কোনো বাবা যেন তার মেয়েকে না হারায়। তাই অপরাধীদের কঠিন সাঁজা দেওয়ার জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আমার পরিবারের ক্ষতিপূরণসহ চিকিৎসার সকল ব্যয়ভার প্রশাসনকে বহন করার জন্য আবেদন করেছি।’
আবেদনপত্র জমাদানের সময় উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বর্তমানে আমরা সমাবর্তন নিয়ে ব্যস্ত রয়েছি। এই আয়োজন শেষ হলে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাদকবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহতের পরিবার উপাচার্য বরাবর ক্ষতিপূরণ দাবি করেছে। সোমবার উপাচার্য কার্যালয়ে অধ্যাপক নূরুল আলমের কাছে লিখিত আবেদনপত্র জমা দেন ভুক্তভোগী পরিবারের সদস্য ফরহাদ হোসেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় জাবির মদভর্তি অ্যাম্বুলেন্স একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান একজন রিকশাচালক। দুর্ঘটনা কবলিত রিকশায় চারজন যাত্রী ছিলেন। তারা হলেন—আবেদনকারীর বোন কাকলি আক্তার (২৬), তাঁর স্বামী সবুজ আহমেদ (৩০), তাদের ২৬ মাসের শিশুসন্তান শোয়াইব এবং ভাতিজি জান্নাত (১৪)। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আরও গুরুতর হলে কাকলি আক্তারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ স্থানান্তর করা হয়। গর্ভের সন্তানের মৃত্যু হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গর্ভ থেকে মৃত সন্তান বের করা হয়।
ফরহাদ হোসেন দাবি করেন, ‘এরই মধ্যে আমার পরিবারের সদস্যদের চিকিৎসাবাবদ প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে। যা আমাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, কোনো বাবা যেন তার মেয়েকে না হারায়। তাই অপরাধীদের কঠিন সাঁজা দেওয়ার জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আমার পরিবারের ক্ষতিপূরণসহ চিকিৎসার সকল ব্যয়ভার প্রশাসনকে বহন করার জন্য আবেদন করেছি।’
আবেদনপত্র জমাদানের সময় উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বর্তমানে আমরা সমাবর্তন নিয়ে ব্যস্ত রয়েছি। এই আয়োজন শেষ হলে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে