আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সকালে তিতুমীর কলেজে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে কলেজটির শিক্ষার্থীরা। গতকালও সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। যাত্রাবাহী একটি ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আজ সকাল থেকেই সার্বিক নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’সহ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকে।

সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বেলা সাড়ে ১০টার পর তারা ক্যাম্পাসে ভেতর থেকে চলে যায়। আমাদের কর্মসূচি সকালে স্থগিত রয়েছে। কারণ উপদেষ্টারা আজ মিটিং করবেন বিশ্ববিদ্যালয় করার বিষয় নিয়ে আলোচনার জন্য। মিটিংয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে তারা। আন্দোলনটি যখন নতুন করে জোরালো হচ্ছে, তখন বিভিন্ন মহল এটি বানচাল করার জন্য চেষ্টা করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক।

রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সকালে তিতুমীর কলেজে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে কলেজটির শিক্ষার্থীরা। গতকালও সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। যাত্রাবাহী একটি ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আজ সকাল থেকেই সার্বিক নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’সহ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকে।

সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বেলা সাড়ে ১০টার পর তারা ক্যাম্পাসে ভেতর থেকে চলে যায়। আমাদের কর্মসূচি সকালে স্থগিত রয়েছে। কারণ উপদেষ্টারা আজ মিটিং করবেন বিশ্ববিদ্যালয় করার বিষয় নিয়ে আলোচনার জন্য। মিটিংয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে তারা। আন্দোলনটি যখন নতুন করে জোরালো হচ্ছে, তখন বিভিন্ন মহল এটি বানচাল করার জন্য চেষ্টা করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৩ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে