নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (৮ জুলাই) বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।
পরীমণি সাইবার নিরাপত্তা আইনে মামলাগুলো করেছিলেন। সেই আইন বাতিল হওয়ায় ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল।
বেঞ্চ সহকারী আরও জানান, গত ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একই সঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এসব ধারায় অভিযোগ না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।
এর আগে গত ২৩ এপ্রিল পিংকি আক্তার ও চারটি গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলায় মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়।
এ মামলার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো অনলাইন নিউজ পোর্টাল সকল খবর, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর।
ওই দিন ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ ‘কাদের এজেন্সির’ মাধ্যমে পরীমণি তাঁর বাসায় বাচ্চার দেখাশোনার জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। পরে পিংকি ২ এপ্রিল পরীমণির বাসা থেকে চলে যান এবং বাদীর নামে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করতে থাকেন। এরপর পিংকি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে সাক্ষাৎকার দেন এবং অন্য আসামিরা তা ফলাও করে প্রচার করার কারণে সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ে। এতে পরীমণি সমাজে হেয়প্রতিপন্ন হন। এমনটি দাবি করে মামলা করেন তিনি।
উল্লেখ্য, পরীমণির মামলা করার আগের দিন গৃহকর্মী পিংকি তাঁকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির বিরুদ্ধে মামলা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (৮ জুলাই) বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।
পরীমণি সাইবার নিরাপত্তা আইনে মামলাগুলো করেছিলেন। সেই আইন বাতিল হওয়ায় ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল।
বেঞ্চ সহকারী আরও জানান, গত ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একই সঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এসব ধারায় অভিযোগ না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।
এর আগে গত ২৩ এপ্রিল পিংকি আক্তার ও চারটি গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলায় মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়।
এ মামলার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো অনলাইন নিউজ পোর্টাল সকল খবর, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর।
ওই দিন ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ ‘কাদের এজেন্সির’ মাধ্যমে পরীমণি তাঁর বাসায় বাচ্চার দেখাশোনার জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। পরে পিংকি ২ এপ্রিল পরীমণির বাসা থেকে চলে যান এবং বাদীর নামে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করতে থাকেন। এরপর পিংকি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে সাক্ষাৎকার দেন এবং অন্য আসামিরা তা ফলাও করে প্রচার করার কারণে সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ে। এতে পরীমণি সমাজে হেয়প্রতিপন্ন হন। এমনটি দাবি করে মামলা করেন তিনি।
উল্লেখ্য, পরীমণির মামলা করার আগের দিন গৃহকর্মী পিংকি তাঁকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির বিরুদ্ধে মামলা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৩৮ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে