নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (৮ জুলাই) বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।
পরীমণি সাইবার নিরাপত্তা আইনে মামলাগুলো করেছিলেন। সেই আইন বাতিল হওয়ায় ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল।
বেঞ্চ সহকারী আরও জানান, গত ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একই সঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এসব ধারায় অভিযোগ না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।
এর আগে গত ২৩ এপ্রিল পিংকি আক্তার ও চারটি গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলায় মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়।
এ মামলার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো অনলাইন নিউজ পোর্টাল সকল খবর, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর।
ওই দিন ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ ‘কাদের এজেন্সির’ মাধ্যমে পরীমণি তাঁর বাসায় বাচ্চার দেখাশোনার জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। পরে পিংকি ২ এপ্রিল পরীমণির বাসা থেকে চলে যান এবং বাদীর নামে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করতে থাকেন। এরপর পিংকি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে সাক্ষাৎকার দেন এবং অন্য আসামিরা তা ফলাও করে প্রচার করার কারণে সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ে। এতে পরীমণি সমাজে হেয়প্রতিপন্ন হন। এমনটি দাবি করে মামলা করেন তিনি।
উল্লেখ্য, পরীমণির মামলা করার আগের দিন গৃহকর্মী পিংকি তাঁকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির বিরুদ্ধে মামলা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (৮ জুলাই) বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।
পরীমণি সাইবার নিরাপত্তা আইনে মামলাগুলো করেছিলেন। সেই আইন বাতিল হওয়ায় ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল।
বেঞ্চ সহকারী আরও জানান, গত ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একই সঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এসব ধারায় অভিযোগ না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।
এর আগে গত ২৩ এপ্রিল পিংকি আক্তার ও চারটি গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলায় মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়।
এ মামলার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো অনলাইন নিউজ পোর্টাল সকল খবর, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর।
ওই দিন ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ ‘কাদের এজেন্সির’ মাধ্যমে পরীমণি তাঁর বাসায় বাচ্চার দেখাশোনার জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। পরে পিংকি ২ এপ্রিল পরীমণির বাসা থেকে চলে যান এবং বাদীর নামে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করতে থাকেন। এরপর পিংকি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে সাক্ষাৎকার দেন এবং অন্য আসামিরা তা ফলাও করে প্রচার করার কারণে সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ে। এতে পরীমণি সমাজে হেয়প্রতিপন্ন হন। এমনটি দাবি করে মামলা করেন তিনি।
উল্লেখ্য, পরীমণির মামলা করার আগের দিন গৃহকর্মী পিংকি তাঁকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির বিরুদ্ধে মামলা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
১৬ মিনিট আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৩৩ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে