নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দূরপাল্লার বাসে ঈদযাত্রা ঘিরে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলীতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে প্রমাণ মিললে অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের বিকাশ ও নগদের মাধ্যমে ফেরত দেওয়া হয়। কেউ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে সেসব বাস ডাম্পিংয়ে নেওয়া হয়।
আজ রোববার দুপুরে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
সরেজমিনে দেখা গেছে, একাধিক পরিবহন ঈদের অজুহাতে নির্ধারিত ভাড়ার তুলনায় দুই গুণ বেশি টাকা আদায় করছে। যেমন ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী শ্যামলী স্লিপার এসি কোচে যেখানে ভাড়া ১ হাজার ৫০০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় যাত্রীদের অর্থ ফেরত দেওয়া হয়। অনুরূপভাবে যেসব বাস ফেরত দেয়নি, সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়।
শ্যামলী পরিবহনের যাত্রী হাবিবুর রহমান হিমু বলেন, ‘আমাদের কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয়েছে, অথচ সাধারণ ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তারা আমাদের জিম্মি করে টিকিট বিক্রি করেছে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ভাড়ার একটা অংশ ফেরত পেয়েছি। ভালো লাগছে।’
অন্যদিকে ঢাকা-পাবনা রুটে চলাচলকারী হাসিব পরিবহনে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা ভাড়া আদায় করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া ৪০০ টাকা। অভিযানে সেখানেও অতিরিক্ত ২০০ টাকা ফেরত দেওয়া হয়। এই রুটের যাত্রী সাইফুল হক বলেন, ‘বাড়তি টাকা ফেরত পেয়ে ভালো লাগছে। এমন অভিযান চলমান থাকলে মানুষ আর ঠকবে না।’
দিনভর চলা অভিযানে দেখা যায়, ঢাকা-দিনাজপুর রুটে চলা আহাদ এসি পরিবহন ১ হাজার ২০০ টাকার স্থানে ২ হাজার টাকা ভাড়া আদায় করেছে। যাত্রীদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় বাসটিকে ডাম্পিংয়ে নেওয়া হয়।
যৌথ অভিযানের বিষয়ে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম এলাকার পুলিশ সার্জেন্ট তানজীদ আহমেদ বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার বাসে অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করে ভাড়া যাচাই করছি। বাড়তি টাকা আদায় করা হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা ফেরত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দূরপাল্লার বাসে ঈদযাত্রা ঘিরে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলীতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে প্রমাণ মিললে অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের বিকাশ ও নগদের মাধ্যমে ফেরত দেওয়া হয়। কেউ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে সেসব বাস ডাম্পিংয়ে নেওয়া হয়।
আজ রোববার দুপুরে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
সরেজমিনে দেখা গেছে, একাধিক পরিবহন ঈদের অজুহাতে নির্ধারিত ভাড়ার তুলনায় দুই গুণ বেশি টাকা আদায় করছে। যেমন ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী শ্যামলী স্লিপার এসি কোচে যেখানে ভাড়া ১ হাজার ৫০০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় যাত্রীদের অর্থ ফেরত দেওয়া হয়। অনুরূপভাবে যেসব বাস ফেরত দেয়নি, সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়।
শ্যামলী পরিবহনের যাত্রী হাবিবুর রহমান হিমু বলেন, ‘আমাদের কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয়েছে, অথচ সাধারণ ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তারা আমাদের জিম্মি করে টিকিট বিক্রি করেছে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ভাড়ার একটা অংশ ফেরত পেয়েছি। ভালো লাগছে।’
অন্যদিকে ঢাকা-পাবনা রুটে চলাচলকারী হাসিব পরিবহনে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা ভাড়া আদায় করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া ৪০০ টাকা। অভিযানে সেখানেও অতিরিক্ত ২০০ টাকা ফেরত দেওয়া হয়। এই রুটের যাত্রী সাইফুল হক বলেন, ‘বাড়তি টাকা ফেরত পেয়ে ভালো লাগছে। এমন অভিযান চলমান থাকলে মানুষ আর ঠকবে না।’
দিনভর চলা অভিযানে দেখা যায়, ঢাকা-দিনাজপুর রুটে চলা আহাদ এসি পরিবহন ১ হাজার ২০০ টাকার স্থানে ২ হাজার টাকা ভাড়া আদায় করেছে। যাত্রীদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় বাসটিকে ডাম্পিংয়ে নেওয়া হয়।
যৌথ অভিযানের বিষয়ে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম এলাকার পুলিশ সার্জেন্ট তানজীদ আহমেদ বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার বাসে অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করে ভাড়া যাচাই করছি। বাড়তি টাকা আদায় করা হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা ফেরত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৮ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে