
গাজীপুরের শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে জাহানারা বেগম নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি গ্রামের ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জাহানারা বেগম (২৩) রাঙামাটি জেলার বুড়িঘাট থানার ইসলামপুর গ্রামের আবুল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার জনৈক পারভিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার পর থেকে পলাতক।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম মিয়া জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ওই নারী গলায় রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে আজ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ‘ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করা হবে।’
রাকিবুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘খবর পেয়ে আমরা এসে দেখি ওই নারী ঝুলন্ত অবস্থায়। তখন তাঁর পা মাটির সঙ্গে লেগে আছে। এটা দেখে মনে হচ্ছে মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তা ছাড়া ওর স্বামী পলাতক রয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে জাহানারা বেগম নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি গ্রামের ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জাহানারা বেগম (২৩) রাঙামাটি জেলার বুড়িঘাট থানার ইসলামপুর গ্রামের আবুল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার জনৈক পারভিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার পর থেকে পলাতক।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম মিয়া জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ওই নারী গলায় রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে আজ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ‘ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করা হবে।’
রাকিবুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘খবর পেয়ে আমরা এসে দেখি ওই নারী ঝুলন্ত অবস্থায়। তখন তাঁর পা মাটির সঙ্গে লেগে আছে। এটা দেখে মনে হচ্ছে মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তা ছাড়া ওর স্বামী পলাতক রয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
১৮ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে