ঢামেক প্রতিনিধি

রাজধানীর ওয়ারী গোপীবাগে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি।
আজ শনিবার রাত ৮টার দিকে গোপীবাগ বাজার সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত আলমগীর হোসেন জানান, তাঁর বাসা ওয়ারীর আর কে মিশন রোডে। এশার নামাজ পড়ার জন্য তিনি বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে গোগীবাগ পাঁচানি পুকুর জামে মসজিদে যাচ্ছিলেন। পথে বাজারের বিপরীত পাশের রাস্তায় অন্ধকারের মধ্যে বসে থাকা দুই যুবক তাঁকে দেখেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বাম হাত দিয়ে সেই আঘাত ফেরাতে গেলে তাঁর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসা ভাগনে মো. হাবিব জানান, আলমগীর ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। রাত সোয়া ৮টার দিকে খবর পেয়ে আলমগীর হোসেনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া ডান পায়ের হাঁটুতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা তাঁকে এভাবে আঘাত করেছে তা জানাতে পারেননি তিনি।
আহত আলমগীর হোসেনের শ্যালক মো. রাজন জানায়, তার দুলাভাই আলমগীর ওয়ারী ৩৯ নম্বর ওয়ার্ড সিনিয়র সহসভাপতি। দীর্ঘ দিন ধরে গোপীবাগ বাজার নিয়ন্ত্রণ করত আলমগীর। গত রোজার মধ্যে ইতালিপ্রবাসী নাসির উদ্দিন নাসিরের নির্দেশে বাজার নিয়ন্ত্রণ শুরু করে ক্যাডার মাইকেল, রসিদ, রহি, রানা, নিজাম, রিপন। আজকের ঘটনা নাসিরের নির্দেশেই হয়েছে। তার লোকজনই অন্ধকারে আগে থেকে ওত পেতে ছিল। অন্ধকার দেখে আলমগীর কাউকে চিনতে পারে নাই। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখলে চিহ্নিত করা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আলমগীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর ওয়ারী গোপীবাগে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি।
আজ শনিবার রাত ৮টার দিকে গোপীবাগ বাজার সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত আলমগীর হোসেন জানান, তাঁর বাসা ওয়ারীর আর কে মিশন রোডে। এশার নামাজ পড়ার জন্য তিনি বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে গোগীবাগ পাঁচানি পুকুর জামে মসজিদে যাচ্ছিলেন। পথে বাজারের বিপরীত পাশের রাস্তায় অন্ধকারের মধ্যে বসে থাকা দুই যুবক তাঁকে দেখেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বাম হাত দিয়ে সেই আঘাত ফেরাতে গেলে তাঁর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসা ভাগনে মো. হাবিব জানান, আলমগীর ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। রাত সোয়া ৮টার দিকে খবর পেয়ে আলমগীর হোসেনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া ডান পায়ের হাঁটুতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা তাঁকে এভাবে আঘাত করেছে তা জানাতে পারেননি তিনি।
আহত আলমগীর হোসেনের শ্যালক মো. রাজন জানায়, তার দুলাভাই আলমগীর ওয়ারী ৩৯ নম্বর ওয়ার্ড সিনিয়র সহসভাপতি। দীর্ঘ দিন ধরে গোপীবাগ বাজার নিয়ন্ত্রণ করত আলমগীর। গত রোজার মধ্যে ইতালিপ্রবাসী নাসির উদ্দিন নাসিরের নির্দেশে বাজার নিয়ন্ত্রণ শুরু করে ক্যাডার মাইকেল, রসিদ, রহি, রানা, নিজাম, রিপন। আজকের ঘটনা নাসিরের নির্দেশেই হয়েছে। তার লোকজনই অন্ধকারে আগে থেকে ওত পেতে ছিল। অন্ধকার দেখে আলমগীর কাউকে চিনতে পারে নাই। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখলে চিহ্নিত করা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আলমগীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে