নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার দেওয়া হচ্ছে আগামী ৭ জুলাইয়ের অগ্রিম টিকিট। বেশির ভাগ যাত্রীদের এই দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। গত দুই দিনের তুলনায় আজ কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। তবে যাত্রীরা কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন।
সরেজমিন কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, সকাল আটটা থেকে স্টেশনের কাউন্টার এবং অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট নিতে কেউ গত রাত থেকে আবার কেউবা ভোর থেকে কাউন্টারের সামনে লাইন ধরেছেন। তবে শেষ পর্যন্ত টিকিট পাবেন কিনা তা নিয়েও তাদের মধ্যে রয়েছে শঙ্কা। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় অনলাইনেও টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ফলে সব যাত্রী অনলাইনে গিয়েও টিকিট পাচ্ছেন না।
উত্তরাঞ্চলের লালমনি এক্সপ্রেসের টিকিট কাটার জন্য আজ ভোরবেলায় কমলাপুর রেলস্টেশনে এসেছেন আজিজ বেপারী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৭ জুলাই বৃহস্পতিবার অফিসের কাজ করে রাতেই বাড়ির উদ্দেশ্যে পরিবার নিয়ে রওনা দিতে চাই। তাই ট্রেনের টিকিট কাটতে এসেছি। কিন্তু ভোরবেলা এসে ১৮০ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমার আগে আরও অনেক মানুষ আছে। শেষ পর্যন্ত টিকিট পাব বলে মনে হয় না। লাইনের ২৫-৩০ জন পাওয়ার পরেই টিকিট নাকি শেষ হয়ে যায়। তাহলে এত টিকিট কোথায় যায় সেটা আমরা তো বুঝি না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট যদি না পাই তাহলে বাড়ি যাব কীভাবে।’
গত রাত থেকে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকা সিরাজুল ইসলাম নামের এক যাত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রথমে বাসের অগ্রিম টিকিট কাটার জন্য চেষ্টা করেছি। কিন্তু বাসের সব টিকিট শেষ হয়ে গেছে। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ট্রেনের টিকিট কাটার জন্য এসেছি। ট্রেনের টিকিটের জন্য যুদ্ধ করে লাইনে দাঁড়াতে হয়। ভাগ্যে থাকলে পাওয়া যায়, না থাকলে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের টিকিট পাওয়া লাখ টাকার সমান হয়ে গেছে। আগামী ৭ তারিখের টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।’
টিকিট কাটতে আসা মহিলা যাত্রীরা অভিযোগ করেছেন, মহিলাদের টিকিট দেওয়া হচ্ছে মাত্র দুটি কাউন্টারে। তাছাড়া ছেলেদের লাইনে অনেক দ্রুত টিকিট দেওয়া হচ্ছে কিন্তু মহিলাদের লাইন দ্রুত এগোচ্ছে না। তাই মহিলাদের টিকিট দেওয়ার লাইনের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন মহিলা যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকা বলেন, ‘অন্যান্য দিনের চেয়ে যাত্রীদের টিকিটের চাহিদা আজকে সবচেয়ে বেশি। ৭ তারিখ বৃহস্পতিবার কর্ম দিবসের শেষ দিন ফলে সব মানুষই এই দিনে বাড়ি যেতে চান। সুতরাং সবাই টিকিট পাবেন না।’
এদিকে আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা থেকে অনলাইনে বিক্রি হয়েছে প্রায় ১০ হাজার ৬০০টি টিকিট এবং কাউন্টারে বিক্রি হয়েছে প্রায় ৪ হাজার ৭১১টি টিকিট।

গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার দেওয়া হচ্ছে আগামী ৭ জুলাইয়ের অগ্রিম টিকিট। বেশির ভাগ যাত্রীদের এই দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। গত দুই দিনের তুলনায় আজ কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। তবে যাত্রীরা কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন।
সরেজমিন কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, সকাল আটটা থেকে স্টেশনের কাউন্টার এবং অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট নিতে কেউ গত রাত থেকে আবার কেউবা ভোর থেকে কাউন্টারের সামনে লাইন ধরেছেন। তবে শেষ পর্যন্ত টিকিট পাবেন কিনা তা নিয়েও তাদের মধ্যে রয়েছে শঙ্কা। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় অনলাইনেও টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ফলে সব যাত্রী অনলাইনে গিয়েও টিকিট পাচ্ছেন না।
উত্তরাঞ্চলের লালমনি এক্সপ্রেসের টিকিট কাটার জন্য আজ ভোরবেলায় কমলাপুর রেলস্টেশনে এসেছেন আজিজ বেপারী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৭ জুলাই বৃহস্পতিবার অফিসের কাজ করে রাতেই বাড়ির উদ্দেশ্যে পরিবার নিয়ে রওনা দিতে চাই। তাই ট্রেনের টিকিট কাটতে এসেছি। কিন্তু ভোরবেলা এসে ১৮০ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমার আগে আরও অনেক মানুষ আছে। শেষ পর্যন্ত টিকিট পাব বলে মনে হয় না। লাইনের ২৫-৩০ জন পাওয়ার পরেই টিকিট নাকি শেষ হয়ে যায়। তাহলে এত টিকিট কোথায় যায় সেটা আমরা তো বুঝি না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট যদি না পাই তাহলে বাড়ি যাব কীভাবে।’
গত রাত থেকে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকা সিরাজুল ইসলাম নামের এক যাত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রথমে বাসের অগ্রিম টিকিট কাটার জন্য চেষ্টা করেছি। কিন্তু বাসের সব টিকিট শেষ হয়ে গেছে। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ট্রেনের টিকিট কাটার জন্য এসেছি। ট্রেনের টিকিটের জন্য যুদ্ধ করে লাইনে দাঁড়াতে হয়। ভাগ্যে থাকলে পাওয়া যায়, না থাকলে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের টিকিট পাওয়া লাখ টাকার সমান হয়ে গেছে। আগামী ৭ তারিখের টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।’
টিকিট কাটতে আসা মহিলা যাত্রীরা অভিযোগ করেছেন, মহিলাদের টিকিট দেওয়া হচ্ছে মাত্র দুটি কাউন্টারে। তাছাড়া ছেলেদের লাইনে অনেক দ্রুত টিকিট দেওয়া হচ্ছে কিন্তু মহিলাদের লাইন দ্রুত এগোচ্ছে না। তাই মহিলাদের টিকিট দেওয়ার লাইনের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন মহিলা যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকা বলেন, ‘অন্যান্য দিনের চেয়ে যাত্রীদের টিকিটের চাহিদা আজকে সবচেয়ে বেশি। ৭ তারিখ বৃহস্পতিবার কর্ম দিবসের শেষ দিন ফলে সব মানুষই এই দিনে বাড়ি যেতে চান। সুতরাং সবাই টিকিট পাবেন না।’
এদিকে আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা থেকে অনলাইনে বিক্রি হয়েছে প্রায় ১০ হাজার ৬০০টি টিকিট এবং কাউন্টারে বিক্রি হয়েছে প্রায় ৪ হাজার ৭১১টি টিকিট।

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২১ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে