নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন এবং পরে ফিরে আসবেন। এ সময় যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য আমরা গ্যারেজ ও ওয়ার্কশপে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। তাই ওয়ার্কশপগুলোতে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, গাড়ির ফিটনেস যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে এসব গাড়ির বিরুদ্ধে জেল–জরিমানার ব্যবস্থা রয়েছে। যেসব গাড়ির ফিটনেস নেই, সেগুলো শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের অংশ হিসেবে ওয়ার্কশপগুলোতে থাকা গাড়িগুলোর নম্বর প্লেট পরীক্ষা করা হচ্ছে। যেসব গাড়ির ফিটনেস আছে, সেগুলো নিয়ে আপত্তি নেই। তবে মেয়াদোত্তীর্ণ ও অনুপযুক্ত গাড়িগুলো ঈদের আগে রাস্তায় নামতে পারবে না।
আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন এবং পরে ফিরে আসবেন। এ সময় যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য আমরা গ্যারেজ ও ওয়ার্কশপে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। তাই ওয়ার্কশপগুলোতে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, গাড়ির ফিটনেস যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে এসব গাড়ির বিরুদ্ধে জেল–জরিমানার ব্যবস্থা রয়েছে। যেসব গাড়ির ফিটনেস নেই, সেগুলো শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের অংশ হিসেবে ওয়ার্কশপগুলোতে থাকা গাড়িগুলোর নম্বর প্লেট পরীক্ষা করা হচ্ছে। যেসব গাড়ির ফিটনেস আছে, সেগুলো নিয়ে আপত্তি নেই। তবে মেয়াদোত্তীর্ণ ও অনুপযুক্ত গাড়িগুলো ঈদের আগে রাস্তায় নামতে পারবে না।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করেছেন। আজ বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।
৪ মিনিট আগেসোনাগাজীতে বিএনপির কর্মী আবুল হাসেমকে (৫০) বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হত্যাকাণ্ডের পর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেবরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির অভিযোগে মিন্টু ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার খান এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক
৩৮ মিনিট আগেরাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় মো. মাহাথির হাসান (২০) নামের এজাহারনামীয় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির বনানী থানা-পুলিশ। মাহাথির পারভেজ হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
৪৩ মিনিট আগে