ঢাবি প্রতিনিধি

কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই হলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় চারজনকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজ মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দুপুরের দিকে ঢাবির মধুর ক্যানটিনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাময়িক বহিষ্কার হয়েছেন মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতার। তাঁরা সবাই ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কর্মী।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মধুর ক্যানটিনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে প্রটোকল ও সালাম দিয়ে পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার কর্মীরা সূর্যসেন হল শাখা কর্মীদের মারধর করেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
তাঁরা জানান, প্রথমে মধুর ক্যানটিনে ইনানের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে সূর্যসেন হল ও বিজয় একাত্তর হলের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঘটনার মীমাংসা করে দিলে পরে হল থেকে আবার দেশীয় অস্ত্র এনে সূর্যসেন হলের নেতা-কর্মীদের মারধর করেন বিজয় একাত্তর হলের কর্মীরা। মারধরের এ ঘটনায় সূর্যসেন হলের উপদপ্তর সম্পাদক কামরুল হাসান ও কর্মী সাইদুর রহমান শান্তসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।
বিজয় একাত্তর হলের ইনানের গ্রুপের নেতৃত্বদানকারী ও আসন্ন হল কমিটির শীর্ষ পদপ্রত্যাশী সাদিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইনান ভাইকে সালাম দিতে গেলে সূর্যসেন হলের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তাঁরা (সূর্যসেন) আমাদের (বিজয় একাত্তর) মাশফিউরকে আহত করেন। তবুও আমরা নিজেদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখি। কিন্তু সূর্যসেন হলের নেতা-কর্মীরা আমাদের নিয়ে স্লেজিং (বিদ্রূপাত্মক উসকানি) করলেও আমরা কোনো কিছু করিনি। হলে এসে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা মারধরের বিষয়টি সত্য নয়।’
সূর্যসেন হল ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিফাত আল শাফি আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের উপস্থিততে সূর্যসেন হলের কর্মীদেরকে মারধর করেন বিজয় একাত্তর হলের নেতা-কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।’
সার্বিক বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে, বিষয়টির তদন্তও চলছে।

কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই হলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় চারজনকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজ মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দুপুরের দিকে ঢাবির মধুর ক্যানটিনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাময়িক বহিষ্কার হয়েছেন মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতার। তাঁরা সবাই ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কর্মী।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মধুর ক্যানটিনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে প্রটোকল ও সালাম দিয়ে পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার কর্মীরা সূর্যসেন হল শাখা কর্মীদের মারধর করেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
তাঁরা জানান, প্রথমে মধুর ক্যানটিনে ইনানের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে সূর্যসেন হল ও বিজয় একাত্তর হলের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঘটনার মীমাংসা করে দিলে পরে হল থেকে আবার দেশীয় অস্ত্র এনে সূর্যসেন হলের নেতা-কর্মীদের মারধর করেন বিজয় একাত্তর হলের কর্মীরা। মারধরের এ ঘটনায় সূর্যসেন হলের উপদপ্তর সম্পাদক কামরুল হাসান ও কর্মী সাইদুর রহমান শান্তসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।
বিজয় একাত্তর হলের ইনানের গ্রুপের নেতৃত্বদানকারী ও আসন্ন হল কমিটির শীর্ষ পদপ্রত্যাশী সাদিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইনান ভাইকে সালাম দিতে গেলে সূর্যসেন হলের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তাঁরা (সূর্যসেন) আমাদের (বিজয় একাত্তর) মাশফিউরকে আহত করেন। তবুও আমরা নিজেদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখি। কিন্তু সূর্যসেন হলের নেতা-কর্মীরা আমাদের নিয়ে স্লেজিং (বিদ্রূপাত্মক উসকানি) করলেও আমরা কোনো কিছু করিনি। হলে এসে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা মারধরের বিষয়টি সত্য নয়।’
সূর্যসেন হল ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিফাত আল শাফি আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের উপস্থিততে সূর্যসেন হলের কর্মীদেরকে মারধর করেন বিজয় একাত্তর হলের নেতা-কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।’
সার্বিক বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে, বিষয়টির তদন্তও চলছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৫ ঘণ্টা আগে