নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোন বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর এই রাজনৈতিক সমঝোতার দাবি জানালেন জাতীয় নির্বাচন ভবন এর আমন্ত্রণে অংশ নেওয়া শিক্ষাবিদ-বুদ্ধিজীবীরা। অবশ্য আমন্ত্রিত অতিথিদের এমন দাবিতে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে ভালো নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে।’
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে আজ রোববার জাতীয় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় সিইসি বলেন, ‘আমরাও আপনাদের সঙ্গে পুরোপুরি একমত, সমঝোতা লাগবে।’
সংলাপে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের অবস্থান, আস্থা অর্জন, দক্ষতা অর্জন, ভোটারদের সচেতনতা, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দেন আলোচকেরা।
এ প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘সমঝোতা লাগবে। প্রথম দিকে বলেছি, ভালো ইলেকশন করাটা পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। স্টেক হোল্ডার যারা আছেন তারাও যদি সমভাবে না আসে...পলিটিক্যাল ক্লাইমেট, নির্বাচনে রাজনৈতিক আবহ অনুকূল না হয়, দলগুলোর মধ্যে মোটামুটি সমঝোতা না থাকে; পক্ষগুলো বিবদমান হয়ে যায় তাহলে আমাদের পক্ষে ভালোভাবে নির্বাচন করাটা আমাদের ক্ষেত্রে দুরুহ।’
অংশীজনেরা ভালো দায়িত্বে আছেন উল্লেখ করে জনগণকে, সরকারকে, ভোটারকে, সকলকে সচেতন করা এবং সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করতে হবে বলে জানান তিনি।

সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোন বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর এই রাজনৈতিক সমঝোতার দাবি জানালেন জাতীয় নির্বাচন ভবন এর আমন্ত্রণে অংশ নেওয়া শিক্ষাবিদ-বুদ্ধিজীবীরা। অবশ্য আমন্ত্রিত অতিথিদের এমন দাবিতে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে ভালো নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে।’
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে আজ রোববার জাতীয় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় সিইসি বলেন, ‘আমরাও আপনাদের সঙ্গে পুরোপুরি একমত, সমঝোতা লাগবে।’
সংলাপে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের অবস্থান, আস্থা অর্জন, দক্ষতা অর্জন, ভোটারদের সচেতনতা, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দেন আলোচকেরা।
এ প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘সমঝোতা লাগবে। প্রথম দিকে বলেছি, ভালো ইলেকশন করাটা পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। স্টেক হোল্ডার যারা আছেন তারাও যদি সমভাবে না আসে...পলিটিক্যাল ক্লাইমেট, নির্বাচনে রাজনৈতিক আবহ অনুকূল না হয়, দলগুলোর মধ্যে মোটামুটি সমঝোতা না থাকে; পক্ষগুলো বিবদমান হয়ে যায় তাহলে আমাদের পক্ষে ভালোভাবে নির্বাচন করাটা আমাদের ক্ষেত্রে দুরুহ।’
অংশীজনেরা ভালো দায়িত্বে আছেন উল্লেখ করে জনগণকে, সরকারকে, ভোটারকে, সকলকে সচেতন করা এবং সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করতে হবে বলে জানান তিনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে