Ajker Patrika

প্রাতিষ্ঠানিক নৈতিকতা নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাতিষ্ঠানিক নৈতিকতা নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে কর্মশালা

প্রাতিষ্ঠানিক নৈতিকতা নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে বিশেষ কর্মশালা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের সহযোগিতায় এই আয়োজনে শতাধিক শিক্ষক অংশ নেন। আজ মঙ্গলবার রাজধানীর পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে কর্মশালা হয়। 

 ‘অর্গানাইজেশনাল এথিকস, কালচার অ্যান্ড ভ্যালুস: স্ট্রেংদেনিং টুগেদারনেস’ শীর্ষক কর্মশালায় উপস্থিত সংশ্লিষ্টরা বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়তে শুধু শিক্ষাদানই যথেষ্ট নয়, এ জন্য ইতিবাচক মূল্যবোধ ধারণ ও তা অনুশীলন করা জরুরি। এ কারণে আন্তব্যক্তিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজনে রূপান্তরকামী নেতৃত্ব তৈরির মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। 

দিনব্যাপী কর্মশালায় নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ ও সংস্কৃতি নিয়ে আলোচনা, মোবাইল প্লেনারি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করা হয়। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম সামদানী ফকির মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ কে এম ওয়াজেদ কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন ফারহানা হেলাল মেহতাব, ডিন মোহাম্মদ তারিক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুব সরওয়ার, সিইটিএল ডিরেক্টর ও ইইই বিভাগের চেয়ারপারসন এ এস এম শিহাবুদ্দিনসহ বিভাগীয় চেয়ারপারসন ও শিক্ষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত