নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা ঘোষণা করার মতো পর্যায়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে ১৭ দিনের বিদেশ সফরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১৭ দিন পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য, স্পেন, ডেনমার্ক ও সেনজেনভুক্ত অন্যান্য দেশ ভ্রমণ করবেন। এই ভ্রমণের বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং যাবতীয় ব্যয়ভার মেয়র ব্যক্তিগতভাবে বহন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ভ্রমণের ব্যয় বহন করা হবে না।
মেয়র তাপসের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মেয়র প্যানেলের সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদ উল্লাহ মিনু। বিদেশ গেলেও মেয়র তাপস ডেঙ্গু সম্পর্কে খোঁজ রাখছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে উনি (মেয়র) গেছেন। মেয়র তো খুব একটা ছুটিতে যান না। তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তি। বিদেশ গেলেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখান থেকেই ডেঙ্গু পরিস্থিতির খোঁজখবর রাখছেন, নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলে দিয়ে গেছেন। সেখানে আমিও বসি, প্রধান নির্বাহী কর্মকর্তাও বসেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আমরা সবাই চেষ্টা করছি।’
ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বিদেশ যাওয়া প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এইটা নিয়ে আমাকে প্রশ্ন কইরেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি বিদেশ গেছেন।’

ঢাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা ঘোষণা করার মতো পর্যায়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে ১৭ দিনের বিদেশ সফরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১৭ দিন পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য, স্পেন, ডেনমার্ক ও সেনজেনভুক্ত অন্যান্য দেশ ভ্রমণ করবেন। এই ভ্রমণের বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং যাবতীয় ব্যয়ভার মেয়র ব্যক্তিগতভাবে বহন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ভ্রমণের ব্যয় বহন করা হবে না।
মেয়র তাপসের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মেয়র প্যানেলের সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদ উল্লাহ মিনু। বিদেশ গেলেও মেয়র তাপস ডেঙ্গু সম্পর্কে খোঁজ রাখছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে উনি (মেয়র) গেছেন। মেয়র তো খুব একটা ছুটিতে যান না। তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তি। বিদেশ গেলেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখান থেকেই ডেঙ্গু পরিস্থিতির খোঁজখবর রাখছেন, নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলে দিয়ে গেছেন। সেখানে আমিও বসি, প্রধান নির্বাহী কর্মকর্তাও বসেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আমরা সবাই চেষ্টা করছি।’
ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বিদেশ যাওয়া প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এইটা নিয়ে আমাকে প্রশ্ন কইরেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি বিদেশ গেছেন।’

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
২ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে