
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাইশটেকি গ্রাম থেকে বন্ধুদের সঙ্গে কুমিল্লায় ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন মাজহারুল ইসলাম নামের এক যুবক। গতকাল রোববার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাজহারুল সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, গত শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে কুমিল্লায় ঘুরতে যান মাজহারুল। ওই দিন রাত ১০টার দিকে নাফিজ নামে এক যুবক মাজহারুলের বাবার মোবাইলে ফোন দিয়ে জানান মাজহারুল সড়কে আহত হয়ে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন।
এ খবর শুনে পরিবারের লোকজন নাফিজকে চিকিৎসার টাকা নিতে কাঁচপুর আসতে বলেন। কাঁচপুর আসার কথা বললে নাফিজ মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে মাজহারুলের পরিবারের লোকজন তাঁকে না পেয়ে হাসপাতালে যান। গিয়ে দেখেন মাজহারুল আইসিইউতে । পরে সোনারগাঁ থানা-পুলিশকে তাঁরা বিষয়টি জানান। রোববার বিকেলে মাজহারুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসআই আরও বলেন, সড়ক দুর্ঘটনার কোনো চিহ্ন মাজহারুলের শরীরে নেই। তবে তাঁর মাথায় আঘাত রয়েছে। মাথার এক পাশ ফুলে রয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
মাজহারুলের মামা মিলন মিয়া অভিযোগ করে বলেন, তাঁর ভাগনে শনিবার বিকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন। এটা নিশ্চিত একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় মাজহারুল। পরে মাজহারুলের এক বন্ধু স্বজনদের জানায়, ঢাকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। স্বজনেরা হাসপাতালে গিয়ে মাজহারুলকে মৃত অবস্থায় পেলে সোনারগাঁ থানা-পুলিশকে অবহিত করে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে। পুরো বিষয়টি তদন্ত করার জন্য ঢাকা ও কুমিল্লায় পুলিশ পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাইশটেকি গ্রাম থেকে বন্ধুদের সঙ্গে কুমিল্লায় ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন মাজহারুল ইসলাম নামের এক যুবক। গতকাল রোববার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাজহারুল সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, গত শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে কুমিল্লায় ঘুরতে যান মাজহারুল। ওই দিন রাত ১০টার দিকে নাফিজ নামে এক যুবক মাজহারুলের বাবার মোবাইলে ফোন দিয়ে জানান মাজহারুল সড়কে আহত হয়ে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন।
এ খবর শুনে পরিবারের লোকজন নাফিজকে চিকিৎসার টাকা নিতে কাঁচপুর আসতে বলেন। কাঁচপুর আসার কথা বললে নাফিজ মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে মাজহারুলের পরিবারের লোকজন তাঁকে না পেয়ে হাসপাতালে যান। গিয়ে দেখেন মাজহারুল আইসিইউতে । পরে সোনারগাঁ থানা-পুলিশকে তাঁরা বিষয়টি জানান। রোববার বিকেলে মাজহারুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসআই আরও বলেন, সড়ক দুর্ঘটনার কোনো চিহ্ন মাজহারুলের শরীরে নেই। তবে তাঁর মাথায় আঘাত রয়েছে। মাথার এক পাশ ফুলে রয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
মাজহারুলের মামা মিলন মিয়া অভিযোগ করে বলেন, তাঁর ভাগনে শনিবার বিকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন। এটা নিশ্চিত একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় মাজহারুল। পরে মাজহারুলের এক বন্ধু স্বজনদের জানায়, ঢাকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। স্বজনেরা হাসপাতালে গিয়ে মাজহারুলকে মৃত অবস্থায় পেলে সোনারগাঁ থানা-পুলিশকে অবহিত করে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে। পুরো বিষয়টি তদন্ত করার জন্য ঢাকা ও কুমিল্লায় পুলিশ পাঠানো হয়েছে।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৪ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে