আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীমকে (৩৫) শুক্রবার রাত তিনটার (বৃহস্পতিবার দিবাগত রাত) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা জানায়, মতিঝিল এজিবি কলোনির বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগনে তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ওই থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন। এর প্রেক্ষিতে মতিঝিল থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তওহিদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ষাট হাজার টাকা পাওয়া যাচ্ছে না। তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে ভাগনে তাওহীদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার মতিঝিল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
থানা-পুলিশ বলছে, মামলা দায়েরের পর এজিবি কলোনির বাসা থেকে তাওহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ১৩ ভরি গলা (গলিত) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে তা বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীমকে (৩৫) শুক্রবার রাত তিনটার (বৃহস্পতিবার দিবাগত রাত) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা জানায়, মতিঝিল এজিবি কলোনির বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগনে তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ওই থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন। এর প্রেক্ষিতে মতিঝিল থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তওহিদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ষাট হাজার টাকা পাওয়া যাচ্ছে না। তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে ভাগনে তাওহীদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার মতিঝিল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
থানা-পুলিশ বলছে, মামলা দায়েরের পর এজিবি কলোনির বাসা থেকে তাওহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ১৩ ভরি গলা (গলিত) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে তা বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে