আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীমকে (৩৫) শুক্রবার রাত তিনটার (বৃহস্পতিবার দিবাগত রাত) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা জানায়, মতিঝিল এজিবি কলোনির বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগনে তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ওই থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন। এর প্রেক্ষিতে মতিঝিল থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তওহিদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ষাট হাজার টাকা পাওয়া যাচ্ছে না। তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে ভাগনে তাওহীদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার মতিঝিল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
থানা-পুলিশ বলছে, মামলা দায়েরের পর এজিবি কলোনির বাসা থেকে তাওহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ১৩ ভরি গলা (গলিত) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে তা বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীমকে (৩৫) শুক্রবার রাত তিনটার (বৃহস্পতিবার দিবাগত রাত) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা জানায়, মতিঝিল এজিবি কলোনির বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগনে তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ওই থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন। এর প্রেক্ষিতে মতিঝিল থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তওহিদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ষাট হাজার টাকা পাওয়া যাচ্ছে না। তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে ভাগনে তাওহীদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার মতিঝিল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
থানা-পুলিশ বলছে, মামলা দায়েরের পর এজিবি কলোনির বাসা থেকে তাওহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ১৩ ভরি গলা (গলিত) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে তা বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৩০ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে