Ajker Patrika

নারায়ণগঞ্জে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২১: ৫৪
নারায়ণগঞ্জে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে সৌরভ (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বন্দরের কুড়িপাড়া এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

নিহত সৌরভ একই এলাকার মোহাম্মদ সালাহউদ্দিনের ছেলে। এর আগে, গত সোমবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর স্থানীয়ভাবে মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে তার পরিবার। 

নিহতের পরিবার জানায়, আজ দুপুরে বাড়ির পেছনের ডোবায় একটি শিশুর লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে সৌরভের পরিবার পরনের কাপড় দেখে পরিচয় নিশ্চিত করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। মৃত্যুর পেছনে পূর্বশত্রুতাকে দায়ী করছেন সৌরভের পরিবার। 

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানা-পুলিশের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, পরিবারের দাবি সৌরভের বড় ভাই সানির সঙ্গে নিজেদের বিরোধ রয়েছে। ছয় মাস আগে সানি বিয়ে করেন। এরপর সানির শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর মা-বাবার বিরোধ সৃষ্টি হয়। এ জন্য অনেকেই সৌরভের মৃত্যুর পেছনে বিরোধকে দায়ী করছেন। তা ছাড়া ডোবায় পড়ে গিয়েও তাঁর মৃত্যু হতে পারে। বিষয়টি ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে। 

আবু বক্কর আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সানি, তাঁর শাশুড়ি শিল্পী বেগম ও মামা শ্বশুর শরিফকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত