Ajker Patrika

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন এবং আজ বুধবার দুপুরে অন্যজনের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন রূপগঞ্জের তারাব পৌরসভার পুরান বাজার এলাকার আমির হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (১৬) এবং একই এলাকার জামাল হোসেনের ছেলে হৃদয় মিয়া (২২)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে সংঘর্ষে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।’

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তারাব বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল ও শ্রাবণ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে শ্রাবণ গ্রুপের রাশেদুল ও হৃদয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে শিমুল গ্রুপের লোকজন।

গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে রাশেদুল মারা যান। আজ বুধবার দুপুরে হৃদয়ও মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত