নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কথিত ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’-এর স্বঘোষিত সভাপতি মনির খান ওরফে দরজি মনিরের চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম এই তারিখ ধার্য করেন।
সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করেন আদালত।
গত ৯ আগস্ট দরজি মনিরকে কারাগারে পাঠানো হয়। ৪ আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচর থানায় করা চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে ৩ আগস্ট মনিরের বিরুদ্ধে রাজধানী কামরাঙ্গীরচর থানায় চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন এই মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ অনেক মন্ত্রী-এমপির সঙ্গে নিজের ছবি সফটওয়্যারের মাধ্যমে এডিট করে বসাতেন মনির খান। ওই সব ছবি দেখিয়ে নিজেকে বড় নেতা সাজিয়ে নানাভাবে চাঁদাবাজি করতেন।
মামলার এজাহারে বলা হয়, একটি ছোট দরজির দোকানে চাকরি করতেন মনির। হঠাৎ করে তিনি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইডির মাধ্যমে সখ্য গড়ে একেক সময় একেক রাজনৈতিক পদবি, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের এমডি হিসেবে নিজেকে পরিচয় দিতেন। মনির এবং তাঁর সহযোগীরা ঢাকা মহানগরীতে এবং বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নেন। তিনি তাঁর ভুঁইফোড় সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক নেতাদের নাম করে টাকা আদায়, বিভিন্ন চাকরি দেওয়া এবং পদায়নের জন্য অনেক লোকজনের কাছ থেকে টাকা নিতেন।
ইসমাইল এজাহারে আরও বলেন, গত ৩০ জুলাই বেলা আড়াইটার দিকে কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার ৫৭ নম্বর ওয়ার্ডে দরজি মনির তাঁর সংগঠনের পদ প্রদান ও বড় বড় নেতাদের সঙ্গে সুসম্পর্ক করিয়ে দেওয়ার নাম করে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ছবি এডিট করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি বসিয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রচার করে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন। এভাবে নিজেকে বড় মাপের নেতা হিসেবে প্রমাণের চেষ্টা করতেন। এজাহারে আরও বলা হয়, মনির ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচার করতেন।
উল্লেখ্য, গত ১ আগস্ট মনির খানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। কামরাঙ্গীরচর থানায় মামলা হওয়ার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কথিত ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’-এর স্বঘোষিত সভাপতি মনির খান ওরফে দরজি মনিরের চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম এই তারিখ ধার্য করেন।
সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করেন আদালত।
গত ৯ আগস্ট দরজি মনিরকে কারাগারে পাঠানো হয়। ৪ আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচর থানায় করা চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে ৩ আগস্ট মনিরের বিরুদ্ধে রাজধানী কামরাঙ্গীরচর থানায় চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন এই মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ অনেক মন্ত্রী-এমপির সঙ্গে নিজের ছবি সফটওয়্যারের মাধ্যমে এডিট করে বসাতেন মনির খান। ওই সব ছবি দেখিয়ে নিজেকে বড় নেতা সাজিয়ে নানাভাবে চাঁদাবাজি করতেন।
মামলার এজাহারে বলা হয়, একটি ছোট দরজির দোকানে চাকরি করতেন মনির। হঠাৎ করে তিনি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইডির মাধ্যমে সখ্য গড়ে একেক সময় একেক রাজনৈতিক পদবি, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের এমডি হিসেবে নিজেকে পরিচয় দিতেন। মনির এবং তাঁর সহযোগীরা ঢাকা মহানগরীতে এবং বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নেন। তিনি তাঁর ভুঁইফোড় সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক নেতাদের নাম করে টাকা আদায়, বিভিন্ন চাকরি দেওয়া এবং পদায়নের জন্য অনেক লোকজনের কাছ থেকে টাকা নিতেন।
ইসমাইল এজাহারে আরও বলেন, গত ৩০ জুলাই বেলা আড়াইটার দিকে কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার ৫৭ নম্বর ওয়ার্ডে দরজি মনির তাঁর সংগঠনের পদ প্রদান ও বড় বড় নেতাদের সঙ্গে সুসম্পর্ক করিয়ে দেওয়ার নাম করে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ছবি এডিট করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি বসিয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রচার করে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন। এভাবে নিজেকে বড় মাপের নেতা হিসেবে প্রমাণের চেষ্টা করতেন। এজাহারে আরও বলা হয়, মনির ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচার করতেন।
উল্লেখ্য, গত ১ আগস্ট মনির খানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। কামরাঙ্গীরচর থানায় মামলা হওয়ার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে