নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রয়াত সাংবাদিক এবিএম মূসা ভাই সৎ, সাহসী থেকে সাংবাদিকতা করেছেন, কখনো সত্যের সঙ্গে আপস করেননি, কিন্তু আজকে আমরা সত্যের সঙ্গে আপোষ করছি বলে মন্তব্য করছেন দেশের সিনিয়র সাংবাদিকেরা।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে এবিএম মূসার ৯২তম জন্মদিন উপলক্ষে আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘এবিএম মূসা তাঁর সাংবাদিকতা পেশার জন্য ডেডিকেটেড ছিলেন। সাংবাদিকতা শেখার বিষয়ে প্রথম দিকে তাঁর নানা প্রশ্ন ছিল। কিন্তু পরে তিনি তাঁর মেয়েকেও সাংবাদিকতা বিভাগে পড়িয়েছেন। দল, মত নির্বিশেষে তিনি সবার প্রতি সমান আচরণ করতেন। কিন্তু আজকে এসবের অভাব আছে। যে কারণে মূসা ভাই, মূসা ভাই ই। আমরা গুণী মানুষকে সম্মান দিতে পারি না। গুণীজন এবং গুণী সাংবাদিকদের যাতে আমরা সম্মান দেই। আর সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যাতে পেশাদারিত্ব বজায় রাখি।’
অনুষ্ঠানে মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘মূসা ভাই কখনো সত্যের সঙ্গে আপোষ করেননি। কিন্তু আজকে আমরা সত্যের সঙ্গে আপোষ করছি। আসলে সাংবাদিকদের হাত কেউ বাধেনি। রাজনৈতিক কারণে সাংবাদিকদের হাত আমরা সাংবাদিকেরা নিজেরাই বেধে ফেলেছি।’
অনুষ্ঠানে ‘রাজনীতির বাক বদল এবং সাংবাদিকদের আদর্শ ও নীতি প্রসঙ্গ’ স্মারক বক্তৃতা পাঠ করেন সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, পত্রিকা অন্যান্য মিডিয়ার প্রকাশনার মতই সাংবাদিকদের নিয়োগ ও বেতন কাঠামোয় ওয়েজ বোর্ড বা অন্যান্য নিয়ম ও নীতির কঠিন বাধন কাজ করেনি। বাধন সর্বত্র আলগা হয়েছে। এ এক জটিল পরিস্থিতি তাতে সন্দেহ নেই, আদর্শ ও নীতির প্রশ্নে যারা খাটি থাকতে চান এ বাস্তবতা তাদের জন্য যেমন কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তেমনি আবার অনেক ছদ্ম কিংবা ফাপা আদর্শিক সৈনিকও তৈরি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক অজয় দাশ গুপ্ত, পারভীন সুলতানা মূসা ঝুমা, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, কবি হেলাল হাফিজ, সাংবাদিক মাহবুবা চৌধুরীসহ অন্যরা।

প্রয়াত সাংবাদিক এবিএম মূসা ভাই সৎ, সাহসী থেকে সাংবাদিকতা করেছেন, কখনো সত্যের সঙ্গে আপস করেননি, কিন্তু আজকে আমরা সত্যের সঙ্গে আপোষ করছি বলে মন্তব্য করছেন দেশের সিনিয়র সাংবাদিকেরা।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে এবিএম মূসার ৯২তম জন্মদিন উপলক্ষে আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘এবিএম মূসা তাঁর সাংবাদিকতা পেশার জন্য ডেডিকেটেড ছিলেন। সাংবাদিকতা শেখার বিষয়ে প্রথম দিকে তাঁর নানা প্রশ্ন ছিল। কিন্তু পরে তিনি তাঁর মেয়েকেও সাংবাদিকতা বিভাগে পড়িয়েছেন। দল, মত নির্বিশেষে তিনি সবার প্রতি সমান আচরণ করতেন। কিন্তু আজকে এসবের অভাব আছে। যে কারণে মূসা ভাই, মূসা ভাই ই। আমরা গুণী মানুষকে সম্মান দিতে পারি না। গুণীজন এবং গুণী সাংবাদিকদের যাতে আমরা সম্মান দেই। আর সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যাতে পেশাদারিত্ব বজায় রাখি।’
অনুষ্ঠানে মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘মূসা ভাই কখনো সত্যের সঙ্গে আপোষ করেননি। কিন্তু আজকে আমরা সত্যের সঙ্গে আপোষ করছি। আসলে সাংবাদিকদের হাত কেউ বাধেনি। রাজনৈতিক কারণে সাংবাদিকদের হাত আমরা সাংবাদিকেরা নিজেরাই বেধে ফেলেছি।’
অনুষ্ঠানে ‘রাজনীতির বাক বদল এবং সাংবাদিকদের আদর্শ ও নীতি প্রসঙ্গ’ স্মারক বক্তৃতা পাঠ করেন সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, পত্রিকা অন্যান্য মিডিয়ার প্রকাশনার মতই সাংবাদিকদের নিয়োগ ও বেতন কাঠামোয় ওয়েজ বোর্ড বা অন্যান্য নিয়ম ও নীতির কঠিন বাধন কাজ করেনি। বাধন সর্বত্র আলগা হয়েছে। এ এক জটিল পরিস্থিতি তাতে সন্দেহ নেই, আদর্শ ও নীতির প্রশ্নে যারা খাটি থাকতে চান এ বাস্তবতা তাদের জন্য যেমন কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তেমনি আবার অনেক ছদ্ম কিংবা ফাপা আদর্শিক সৈনিকও তৈরি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক অজয় দাশ গুপ্ত, পারভীন সুলতানা মূসা ঝুমা, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, কবি হেলাল হাফিজ, সাংবাদিক মাহবুবা চৌধুরীসহ অন্যরা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে