Ajker Patrika

শ্রীপুরে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন গ্রেপ্তার

শ্রীপুরে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুরছালিন মামুনের বাড়ি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে। তিনি শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তার মুরছালিন মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কলেজছাত্র ফরিদ হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’ 

উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দীন বলেন, ‘মুরছালিন মামুন উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমান কমিটির সদস্য হিসেবে রয়েছেন।’ 

নিহত কলেজছাত্র মো. ফরিদ (২২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

গত ২১ মে রাতে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে উপজেলার টেপিরবাড়ি গ্রামের নোমান গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠানের সামনে দুই পক্ষের গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে কলেজছাত্র ফরিদ মারা যান। এই ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বাদী হয়ে ২৭ জনের নামে মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত