প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বউচি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের গাংকুল পাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার গাংকুলপাড়া যুব সমাজ এ খেলার আয়োজন করে। এ সময় গ্রামীণ এ খেলা দেখতে দর্শকের ঢল নামে।
খেলা দেখতে আসা ষাটোর্ধ্ব সিরাজুল ইসলাম বলেন, ‘নাতিকে নিয়ে বউচি খেলা দেখতে এলাম। অনেক দিন পর বউচি খেলা দেখলাম। খুব ভালো লেগেছে। আগে প্রায় সময়ই এসব খেলাধুলা হতো। এখন হয় না বললেই চলে।’
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারান্দী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবুর রহমান সোহাগ। সোহাগ বলেন, ‘এখনকার ছেলে-মেয়েরা গ্রামীণ এসব খেলাধুলা ভুলে যেতে বসেছে। মোবাইল গেমসের আসক্তিতে জড়িয়ে পড়ছে তরুণ সমাজ। তাদের সুশৃঙ্খল ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই। তাই আয়োজক কমিটিসহ তরুণ সমাজকে বেশি বেশি করে গ্রামীণ এ সব খেলার আয়োজন করতে অনুরোধ করছি।’
বউচি খেলায় প্রথম স্থান অধিকার করেন আলমগীর (৩৪) নামে নারান্দী গ্রামের এক যুবক। তিনি ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকারীকে একটি বাইসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তৃতীয় স্থান অর্জনকারীকে একটি সাধারণ মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।
খেলায় আরও উপস্থিত ছিলেন নারান্দী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হাশিম, সুখিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এরশাদ মিয়া প্রমুখ।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বউচি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের গাংকুল পাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার গাংকুলপাড়া যুব সমাজ এ খেলার আয়োজন করে। এ সময় গ্রামীণ এ খেলা দেখতে দর্শকের ঢল নামে।
খেলা দেখতে আসা ষাটোর্ধ্ব সিরাজুল ইসলাম বলেন, ‘নাতিকে নিয়ে বউচি খেলা দেখতে এলাম। অনেক দিন পর বউচি খেলা দেখলাম। খুব ভালো লেগেছে। আগে প্রায় সময়ই এসব খেলাধুলা হতো। এখন হয় না বললেই চলে।’
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারান্দী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবুর রহমান সোহাগ। সোহাগ বলেন, ‘এখনকার ছেলে-মেয়েরা গ্রামীণ এসব খেলাধুলা ভুলে যেতে বসেছে। মোবাইল গেমসের আসক্তিতে জড়িয়ে পড়ছে তরুণ সমাজ। তাদের সুশৃঙ্খল ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই। তাই আয়োজক কমিটিসহ তরুণ সমাজকে বেশি বেশি করে গ্রামীণ এ সব খেলার আয়োজন করতে অনুরোধ করছি।’
বউচি খেলায় প্রথম স্থান অধিকার করেন আলমগীর (৩৪) নামে নারান্দী গ্রামের এক যুবক। তিনি ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকারীকে একটি বাইসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তৃতীয় স্থান অর্জনকারীকে একটি সাধারণ মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।
খেলায় আরও উপস্থিত ছিলেন নারান্দী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হাশিম, সুখিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এরশাদ মিয়া প্রমুখ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৯ মিনিট আগে