Ajker Patrika

ঢাকা মেডিকেল থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৪৮
ঢাকা মেডিকেল থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় মিলেছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরের পেছন থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। ওই যুবকের নাম মনির হোসেন রাসেল (২৭)। 

মৃত রাসেলের মা রাশেদা বেগম ছেলের পরিচয় শনাক্ত করেন। তিনি জানান, তাঁদের বাড়ি ফেনি জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে। রাসেলের বাবার নাম মৃত এস এম আমিন হোসেন। 

রাশেদা বেগম জানান, বর্তমানে গাজীপুরে থাকেন তাঁরা। একটি মার্কেটে শাড়ির দোকানে কাজ করতেন রাসেল। দুই বছর আগে এলাকায় বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন রাসেল। তখন থেকেই তাঁর মেরুদণ্ডে জটিল সমস্যা দেখা দেয়। এরপর বিভিন্ন হাসপাতালে তাঁকে চিকিৎসা করানো হয়। বিবাহিত রাসেল দুই মেয়ের বাবা। তবে তিনি অসুস্থ হওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। পরে অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রাসেল। 

হাসপাতাল সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের ১১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিল রাসেল। এরপর ২২ অক্টোবর তাঁকে ওই ওয়ার্ড থেকে নতুন ভবনের ৫০২ ওয়ার্ডের ৩৭ নম্বর বেডে স্থানান্তর করা হয়। 

রাশেদা বেগম আরও বলেন, 'রাসেলের পাশে থাকতাম আমি। হঠাৎ ভোর সারে ৬টার দিকে ঘুম থেকে জেগে দেখি রাসেল বিছানায় নাই। পরে হাসপাতালের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে লোক মারফত জানতে পারি ভবনের নিচে মৃত অবস্থায় পড়ে আছে রাসেল।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত