সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ভাড়াবাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকায় একটি টিনশেড বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এ সময় স্ত্রীর লাশ বিছানায় ও স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতরা হলেন পটুয়াখালী সদর থানার লোহালিয়া ইউনিয়নের হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার এবং বরিশালের আমতলী থানার সোবহান মৃধার মেয়ে মনি। রুহুল আমিন পেশায় কাপড় ব্যবসায়ী। তাঁর একটি ছোট কাপড়ের দোকান আছে এবং মনি গৃহিণী। প্রায় দুই মাস ধরে তাঁরা ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করে আসছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘরের দরজার সামনে গ্রিলের আরেকটি গেট ছিল। ঘরের দরজা খোলা থাকলেও গ্রিলে তালা লাগানো ছিল। বাইরে থেকে ডেকেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে সেই ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে তাদের কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দেখি বিছানায় মনির লাশ পড়ে আছে এবং সিলিং ফ্যানের এর সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে রুহুল আমিন।’
নিহত মনির ভাগনে মো. রিফাত বলেন, ‘ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়। ঈদের পর থেকে তাঁদের মাঝে ঝগড়া হচ্ছিল। তখন আমার খালা (মনি) সংসার করবে না বলে জানান। তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এরই জেরে এই ঘটনা ঘটতে পারে।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে মনে হচ্ছে স্ত্রীকে হত্যা করেই আত্মহত্যা করেছেন স্বামী। তবে এখনই একেবারে নিশ্চিত করে বলার সুযোগ নেই। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানা যাবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সাভারের আশুলিয়ায় ভাড়াবাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকায় একটি টিনশেড বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এ সময় স্ত্রীর লাশ বিছানায় ও স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতরা হলেন পটুয়াখালী সদর থানার লোহালিয়া ইউনিয়নের হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার এবং বরিশালের আমতলী থানার সোবহান মৃধার মেয়ে মনি। রুহুল আমিন পেশায় কাপড় ব্যবসায়ী। তাঁর একটি ছোট কাপড়ের দোকান আছে এবং মনি গৃহিণী। প্রায় দুই মাস ধরে তাঁরা ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করে আসছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘরের দরজার সামনে গ্রিলের আরেকটি গেট ছিল। ঘরের দরজা খোলা থাকলেও গ্রিলে তালা লাগানো ছিল। বাইরে থেকে ডেকেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে সেই ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে তাদের কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দেখি বিছানায় মনির লাশ পড়ে আছে এবং সিলিং ফ্যানের এর সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে রুহুল আমিন।’
নিহত মনির ভাগনে মো. রিফাত বলেন, ‘ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়। ঈদের পর থেকে তাঁদের মাঝে ঝগড়া হচ্ছিল। তখন আমার খালা (মনি) সংসার করবে না বলে জানান। তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এরই জেরে এই ঘটনা ঘটতে পারে।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে মনে হচ্ছে স্ত্রীকে হত্যা করেই আত্মহত্যা করেছেন স্বামী। তবে এখনই একেবারে নিশ্চিত করে বলার সুযোগ নেই। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানা যাবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে