উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বাংলাদেশ বিমান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের হ্যাঙ্গারে রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই উড়োজাহাজেরই ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি রোববার বিমানবন্দরে আসে। যাত্রী নামিয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হচ্ছিল। ওই সময় হ্যাঙ্গারে থাকা আরেকটি ৭৩৭ উড়োজাহাজের পাখার সঙ্গে লেগে যায়। এতে ৭৮৭ ড্রিমলাইনারের ডান পাশের পাখা এবং ৭৩৭ উড়োজাহাজের বাম পাশের পাখা ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার পরপরই বিমানের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে তাঁদের খুদে বার্তা পাঠানো হলেও তাঁরা কোন জবাব দেননি।
এদিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্বরত কর্মকর্তা হারুন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বিমান হ্যাঙ্গারে দাঁড়ানো ছিল। আরেকটি বিমান যখন হ্যাঙ্গারে নিয়ে যায় তখন একটির পাখার সঙ্গে আরেকটির পাখার ধাক্কা লাগে। এতে ছোট উড়োজাহাজের পাখা বাঁকা হয়ে গেছে। বড় উড়োজাহাজের কিছু হয়নি। এমনিতে লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।’
এর আগে একইভাবে একটি উড়োজাহাজ হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি উড়োজাহাজ ঢোকানোর সময় গত ১০ এপ্রিল একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটে। তাতে বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় গত ১১ মে বিমানের মুখ্য প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম, সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
একের পর এক দুর্ঘটনা প্রসঙ্গে বিমানের প্রকৌশল বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত প্রশিক্ষণের অভাব ও লোকবল সংকটের কারণে বাড়তি চাপ নিয়ে অতিরিক্ত ডিউটির কারণে এসব দুর্ঘটনা ঘটছে।’ জনবল বাড়ালে এবং নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা হলে এসব অসাবধানতাবশত দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বাংলাদেশ বিমান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের হ্যাঙ্গারে রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই উড়োজাহাজেরই ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি রোববার বিমানবন্দরে আসে। যাত্রী নামিয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হচ্ছিল। ওই সময় হ্যাঙ্গারে থাকা আরেকটি ৭৩৭ উড়োজাহাজের পাখার সঙ্গে লেগে যায়। এতে ৭৮৭ ড্রিমলাইনারের ডান পাশের পাখা এবং ৭৩৭ উড়োজাহাজের বাম পাশের পাখা ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার পরপরই বিমানের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে তাঁদের খুদে বার্তা পাঠানো হলেও তাঁরা কোন জবাব দেননি।
এদিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্বরত কর্মকর্তা হারুন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বিমান হ্যাঙ্গারে দাঁড়ানো ছিল। আরেকটি বিমান যখন হ্যাঙ্গারে নিয়ে যায় তখন একটির পাখার সঙ্গে আরেকটির পাখার ধাক্কা লাগে। এতে ছোট উড়োজাহাজের পাখা বাঁকা হয়ে গেছে। বড় উড়োজাহাজের কিছু হয়নি। এমনিতে লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।’
এর আগে একইভাবে একটি উড়োজাহাজ হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি উড়োজাহাজ ঢোকানোর সময় গত ১০ এপ্রিল একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটে। তাতে বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় গত ১১ মে বিমানের মুখ্য প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম, সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
একের পর এক দুর্ঘটনা প্রসঙ্গে বিমানের প্রকৌশল বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত প্রশিক্ষণের অভাব ও লোকবল সংকটের কারণে বাড়তি চাপ নিয়ে অতিরিক্ত ডিউটির কারণে এসব দুর্ঘটনা ঘটছে।’ জনবল বাড়ালে এবং নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা হলে এসব অসাবধানতাবশত দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে