অর্চি হক, ঢাকা

আজ রোববার বিকেল সাড়ে ৩ টা। পুরান ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নতুন ভবনে পারিবারিক আদালতের প্রবেশপথে আজ বিকেলে সারি সারি টিভি ক্যামেরা। সেই সঙ্গে সাংবাদিক আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড়। কোর্ট পাড়ায় নিয়মিত যাদের আনাগোনা, তাদের অনেকেই প্রশ্ন করছিলেন, এত ক্যামেরা কেন? আজ কি বড় কোনো মামলার রায়? ভিড়ের মধ্যে থেকেই উত্তর বেরিয়ে আসছিল, ‘জাপানি মায়ের মামলার রায় আজ।’
দুই মেয়েকে নিজেদের হেফাজতে নিতে জাপানি মা নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি বাবা ইমরান শরীফের আইনি লড়াই। দেড় বছর ধরে চলছে মামলা। শিশুদের ফিরে পেতে ভিনদেশি মায়ের নানা বাঁক বদলের এমন মামলা এর আগে দেখেনি দেশ। পারিবারিক আদালত চত্ত্বরজুড়ে তাই উপচে পড়া ভিড়।
নিম্ন আদালতের আইনজীবী রুহুল আমীন বলেন, ‘এত বছর হলো, কোর্টে আসি। পারিবারিক আদালতে এত ভিড় দেখি নাই।’
বিকেল সাড়ে তিনটার পরপরই ১২তম পারিবারিক আদালত কক্ষে এসে পৌঁছান নাকানো এরিকো। সঙ্গে বড় মেয়ে জেসমিন মালিকা আর দোভাষী নাসরিন নাহার। আইনজীবী আর সাংবাদিকদের ভিড়ে ছোট আদালত কক্ষে তখন তিল ধারণেরও যেন ঠাঁই নেই। ১২ বছরের জেসমিন মাকে আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছিল। চোখে-মুখে তার আতঙ্ক। আর মা ওর চোখ মোছাতে মোছাতে বারবার শুধু বলছিলেন, ‘ভয় পেও না। আমাদেরই জয় হবে।’
বিকেল ৩টা বেজে ৫৭ মিনিটে এজলাসে ওঠেন বিচারক দুরদানা রহমান। তিনি জানান, এত মানুষের ভিড়ে সম্পূর্ণ রায় পড়ে শোনানো মুশকিল। রায়ের কপি সংশ্লিষ্টরা পেয়ে যাবেন। দুই পক্ষের যুক্তিতর্ক ও উপস্থাপিত সমস্ত কাগজপত্র বিচার বিশ্লেষণ করে তিনি বাদী ইমরান শরীফের মামলা খারিজ করে দেন। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে নাকানো এরিকোর আইনজীবী শিশির মুনির তাদের বলেন, ‘আমরা মামলা জিতে গেছি।’ মা-মেয়ে দুজনের চোখেই তখন আনন্দাশ্রু।
আদালত কক্ষ থেকে বের হয়ে নাকানো এরিকো সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করে এসেছি ৷ মেয়েদের ফিরে পাওয়ার প্রতীক্ষায় দেড় বছর ধরে আমি বাংলাদেশে। এ দেশের বিচার ব্যবস্থার আমি প্রশংসা করি।’
নাকানো এরিকো রায় ঘোষণার সময় আদালত কক্ষে থাকলেও ইমরান শরীফকে দেখা যায়নি। মুঠোফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আদালত এলাকায় ছিলাম। অবশ্যই আমি আপিল করবো।’

আজ রোববার বিকেল সাড়ে ৩ টা। পুরান ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নতুন ভবনে পারিবারিক আদালতের প্রবেশপথে আজ বিকেলে সারি সারি টিভি ক্যামেরা। সেই সঙ্গে সাংবাদিক আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড়। কোর্ট পাড়ায় নিয়মিত যাদের আনাগোনা, তাদের অনেকেই প্রশ্ন করছিলেন, এত ক্যামেরা কেন? আজ কি বড় কোনো মামলার রায়? ভিড়ের মধ্যে থেকেই উত্তর বেরিয়ে আসছিল, ‘জাপানি মায়ের মামলার রায় আজ।’
দুই মেয়েকে নিজেদের হেফাজতে নিতে জাপানি মা নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি বাবা ইমরান শরীফের আইনি লড়াই। দেড় বছর ধরে চলছে মামলা। শিশুদের ফিরে পেতে ভিনদেশি মায়ের নানা বাঁক বদলের এমন মামলা এর আগে দেখেনি দেশ। পারিবারিক আদালত চত্ত্বরজুড়ে তাই উপচে পড়া ভিড়।
নিম্ন আদালতের আইনজীবী রুহুল আমীন বলেন, ‘এত বছর হলো, কোর্টে আসি। পারিবারিক আদালতে এত ভিড় দেখি নাই।’
বিকেল সাড়ে তিনটার পরপরই ১২তম পারিবারিক আদালত কক্ষে এসে পৌঁছান নাকানো এরিকো। সঙ্গে বড় মেয়ে জেসমিন মালিকা আর দোভাষী নাসরিন নাহার। আইনজীবী আর সাংবাদিকদের ভিড়ে ছোট আদালত কক্ষে তখন তিল ধারণেরও যেন ঠাঁই নেই। ১২ বছরের জেসমিন মাকে আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছিল। চোখে-মুখে তার আতঙ্ক। আর মা ওর চোখ মোছাতে মোছাতে বারবার শুধু বলছিলেন, ‘ভয় পেও না। আমাদেরই জয় হবে।’
বিকেল ৩টা বেজে ৫৭ মিনিটে এজলাসে ওঠেন বিচারক দুরদানা রহমান। তিনি জানান, এত মানুষের ভিড়ে সম্পূর্ণ রায় পড়ে শোনানো মুশকিল। রায়ের কপি সংশ্লিষ্টরা পেয়ে যাবেন। দুই পক্ষের যুক্তিতর্ক ও উপস্থাপিত সমস্ত কাগজপত্র বিচার বিশ্লেষণ করে তিনি বাদী ইমরান শরীফের মামলা খারিজ করে দেন। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে নাকানো এরিকোর আইনজীবী শিশির মুনির তাদের বলেন, ‘আমরা মামলা জিতে গেছি।’ মা-মেয়ে দুজনের চোখেই তখন আনন্দাশ্রু।
আদালত কক্ষ থেকে বের হয়ে নাকানো এরিকো সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করে এসেছি ৷ মেয়েদের ফিরে পাওয়ার প্রতীক্ষায় দেড় বছর ধরে আমি বাংলাদেশে। এ দেশের বিচার ব্যবস্থার আমি প্রশংসা করি।’
নাকানো এরিকো রায় ঘোষণার সময় আদালত কক্ষে থাকলেও ইমরান শরীফকে দেখা যায়নি। মুঠোফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আদালত এলাকায় ছিলাম। অবশ্যই আমি আপিল করবো।’

সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
২৫ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে