নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকিট ডটকমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আসামি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ছোট ভাই। সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, 'আব্দুর রাজ্জাক ২৪ টিকিট ডটকমের মালিক। তবে প্রতিষ্ঠানটির প্রতারণার মূলহোতা ছিলেন তাঁর ছোট ভাই রাকিবুল হাসান। ২৪ টিকিটের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাকিবুল তিন নম্বর আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।'
পুলিশ জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকেই ‘২৪ টিকিট ডটকম’ গ্রাহক টানতে অস্বাভাবিক মূল্যছাড়ের অফার দেওয়া শুরু করে। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবকে কেন্দ্র করে মূল্য ছাড়ের পাশাপাশি বিনা মূল্যের টিকিটের অফারও তারা দেয়। এয়ারলাইনস থেকে ৭ শতাংশ হারে কমিশন পেলেও এজেন্সিগুলোকে কাছে টানতে তাদের কমিশন দেয় ১২ শতাংশ পর্যন্ত। বাড়তি লাভের আশায় অনেক ট্রাভেল এজেন্সি যুক্ত হয় এ প্রতিষ্ঠানে। ট্রাভেল এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে এপ্রিলের মাঝামাঝিতে হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। অনেকে মহাখালী ডিওএইচএস-এ গিয়ে প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলতে দেখে। প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ফোন নম্বর বন্ধ পেয়ে একজন গ্রাহক কাফরুল থানায় মামলা করেন।
জানা গেছে, কাফরুল থানায় কমপক্ষে ২০ জন ভুক্তভোগী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জিডি করেছে। কাফরুল থানায় জিডি করা আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক মো. ইব্রাহিম বলেন, 'আব্দুর রাজ্জাকের ঢাকা ও গ্রামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে।'
উল্লেখ্য, ২০১৯ সালের মে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকিট ডটকম (www.24 tkt. com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকিট ডটকমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আসামি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ছোট ভাই। সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, 'আব্দুর রাজ্জাক ২৪ টিকিট ডটকমের মালিক। তবে প্রতিষ্ঠানটির প্রতারণার মূলহোতা ছিলেন তাঁর ছোট ভাই রাকিবুল হাসান। ২৪ টিকিটের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাকিবুল তিন নম্বর আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।'
পুলিশ জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকেই ‘২৪ টিকিট ডটকম’ গ্রাহক টানতে অস্বাভাবিক মূল্যছাড়ের অফার দেওয়া শুরু করে। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবকে কেন্দ্র করে মূল্য ছাড়ের পাশাপাশি বিনা মূল্যের টিকিটের অফারও তারা দেয়। এয়ারলাইনস থেকে ৭ শতাংশ হারে কমিশন পেলেও এজেন্সিগুলোকে কাছে টানতে তাদের কমিশন দেয় ১২ শতাংশ পর্যন্ত। বাড়তি লাভের আশায় অনেক ট্রাভেল এজেন্সি যুক্ত হয় এ প্রতিষ্ঠানে। ট্রাভেল এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে এপ্রিলের মাঝামাঝিতে হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। অনেকে মহাখালী ডিওএইচএস-এ গিয়ে প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলতে দেখে। প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ফোন নম্বর বন্ধ পেয়ে একজন গ্রাহক কাফরুল থানায় মামলা করেন।
জানা গেছে, কাফরুল থানায় কমপক্ষে ২০ জন ভুক্তভোগী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জিডি করেছে। কাফরুল থানায় জিডি করা আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক মো. ইব্রাহিম বলেন, 'আব্দুর রাজ্জাকের ঢাকা ও গ্রামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে।'
উল্লেখ্য, ২০১৯ সালের মে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকিট ডটকম (www.24 tkt. com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে