নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো-বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী। রোববার মাউশির ওয়েবসাইটে পদগুলোর ফলাফল প্রকাশ করা হয়।
মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
গত বছরের ২০ মার্চ বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার ১ বছর ৬ মাস পর ফলাফল প্রকাশ করা হলো।
মাউশি স্কুল-কলেজ ও অফিসে ২৪টি পদে ৪ হাজার ৩২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার পর পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পঞ্চম ধাপে গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। সে সময় রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মাউশির দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করা হয়।
মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপ চলতি বছরের ৩ জুন হওয়ার কথা ছিল। এই ধাপে হিসাব সহকারীর ১০৬টি পদে প্রার্থীসংখ্যা ৭৩ হাজারের বেশি। কিন্তু পঞ্চম ধাপের প্রশ্ন ফাঁস হওয়ার পর শেষ ধাপের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো-বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী। রোববার মাউশির ওয়েবসাইটে পদগুলোর ফলাফল প্রকাশ করা হয়।
মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
গত বছরের ২০ মার্চ বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার ১ বছর ৬ মাস পর ফলাফল প্রকাশ করা হলো।
মাউশি স্কুল-কলেজ ও অফিসে ২৪টি পদে ৪ হাজার ৩২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার পর পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পঞ্চম ধাপে গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। সে সময় রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মাউশির দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করা হয়।
মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপ চলতি বছরের ৩ জুন হওয়ার কথা ছিল। এই ধাপে হিসাব সহকারীর ১০৬টি পদে প্রার্থীসংখ্যা ৭৩ হাজারের বেশি। কিন্তু পঞ্চম ধাপের প্রশ্ন ফাঁস হওয়ার পর শেষ ধাপের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৪ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে