নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো-বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী। রোববার মাউশির ওয়েবসাইটে পদগুলোর ফলাফল প্রকাশ করা হয়।
মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
গত বছরের ২০ মার্চ বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার ১ বছর ৬ মাস পর ফলাফল প্রকাশ করা হলো।
মাউশি স্কুল-কলেজ ও অফিসে ২৪টি পদে ৪ হাজার ৩২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার পর পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পঞ্চম ধাপে গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। সে সময় রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মাউশির দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করা হয়।
মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপ চলতি বছরের ৩ জুন হওয়ার কথা ছিল। এই ধাপে হিসাব সহকারীর ১০৬টি পদে প্রার্থীসংখ্যা ৭৩ হাজারের বেশি। কিন্তু পঞ্চম ধাপের প্রশ্ন ফাঁস হওয়ার পর শেষ ধাপের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো-বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী। রোববার মাউশির ওয়েবসাইটে পদগুলোর ফলাফল প্রকাশ করা হয়।
মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
গত বছরের ২০ মার্চ বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার ১ বছর ৬ মাস পর ফলাফল প্রকাশ করা হলো।
মাউশি স্কুল-কলেজ ও অফিসে ২৪টি পদে ৪ হাজার ৩২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার পর পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পঞ্চম ধাপে গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। সে সময় রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মাউশির দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করা হয়।
মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপ চলতি বছরের ৩ জুন হওয়ার কথা ছিল। এই ধাপে হিসাব সহকারীর ১০৬টি পদে প্রার্থীসংখ্যা ৭৩ হাজারের বেশি। কিন্তু পঞ্চম ধাপের প্রশ্ন ফাঁস হওয়ার পর শেষ ধাপের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে