নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধের আহ্বান ও ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবিও জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বর্তমান বিশ্বকে এক ভয়াবহ জায়গায় নিয়ে গেছে। প্রতিদিন এ যুদ্ধে ৬০০ থেকে ১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও বিশ্ব তেল বাজারকে বেসামাল করে দিয়েছে। ডলারের বিপরীতে রুবল এবং রুবলের বিপরীতে ডলারের দ্বন্দ্ব আন্তর্জাতিক মুদ্রাবাজারকে চরম অস্থিতিশীল করে দিয়েছে।’
বক্তারা জানান, বাংলাদেশসহ বিশ্বের অনেক ছোট ছোট দেশ এ যুদ্ধের ফলে বিরাট আর্থিক সংকটে পতিত হয়েছে। প্রত্যেকটি দেশে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে এ যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। দ্রুত আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করতে হবে।
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার প্রসঙ্গে বক্তারা বলেন, গত ১১ মে আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে কর্তব্যরত অবস্থায় জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে গুলি করে হত্যা করে তা গোটা বিশ্বের বিবেককে প্রকম্পিত করেছে। বুকে পিঠে বড় করে প্রেস লেখা থাকা সত্ত্বেও সাংবাদিক শিরিনকে গুলি করে হত্যা করা হয়। যা যুদ্ধ সংক্রান্ত অবশ্যপালনীয় জেনেভা চুক্তির চরম লঙ্ঘন।
এই হত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, সাংবাদিক শিরিন হত্যার ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো জায়নবাদী ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক আইন, চুক্তি এবং রীতিনীতির তোয়াক্কা করে না। সুতরাং বাংলাদেশ শান্তি পরিষদ মনে করে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে শিরিন হত্যাসহ ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে হবে। সভায় রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শান্তি পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম, প্রাক্তন মন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া, প্রাক্তন এমপি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, অ্যাম্বাসেডর মমতাজ হোসেনসহ প্রমুখ।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধের আহ্বান ও ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবিও জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বর্তমান বিশ্বকে এক ভয়াবহ জায়গায় নিয়ে গেছে। প্রতিদিন এ যুদ্ধে ৬০০ থেকে ১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও বিশ্ব তেল বাজারকে বেসামাল করে দিয়েছে। ডলারের বিপরীতে রুবল এবং রুবলের বিপরীতে ডলারের দ্বন্দ্ব আন্তর্জাতিক মুদ্রাবাজারকে চরম অস্থিতিশীল করে দিয়েছে।’
বক্তারা জানান, বাংলাদেশসহ বিশ্বের অনেক ছোট ছোট দেশ এ যুদ্ধের ফলে বিরাট আর্থিক সংকটে পতিত হয়েছে। প্রত্যেকটি দেশে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে এ যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। দ্রুত আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করতে হবে।
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার প্রসঙ্গে বক্তারা বলেন, গত ১১ মে আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে কর্তব্যরত অবস্থায় জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে গুলি করে হত্যা করে তা গোটা বিশ্বের বিবেককে প্রকম্পিত করেছে। বুকে পিঠে বড় করে প্রেস লেখা থাকা সত্ত্বেও সাংবাদিক শিরিনকে গুলি করে হত্যা করা হয়। যা যুদ্ধ সংক্রান্ত অবশ্যপালনীয় জেনেভা চুক্তির চরম লঙ্ঘন।
এই হত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, সাংবাদিক শিরিন হত্যার ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো জায়নবাদী ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক আইন, চুক্তি এবং রীতিনীতির তোয়াক্কা করে না। সুতরাং বাংলাদেশ শান্তি পরিষদ মনে করে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে শিরিন হত্যাসহ ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে হবে। সভায় রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শান্তি পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম, প্রাক্তন মন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া, প্রাক্তন এমপি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, অ্যাম্বাসেডর মমতাজ হোসেনসহ প্রমুখ।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৪ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৩ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে